ভিয়েনা ০১:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হাঙ্গেরিতে পুতিন ও ট্রাম্পের সম্ভাব্য শীর্ষ বৈঠকের পূর্বে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক সম্মত রাশিয়া ‘প্রবাসী ভোটার অ্যাপ’ এর উদ্বোধন আগামী ১৮ নভেম্বর – ইসি সচিব সকল ষড়যন্ত্র নস্যাৎ করে নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে : আহমেদ আযম খান গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর : আইন উপদেষ্টা টাঙ্গাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা লন্ডনের পরিবহন ব্যবস্থায় সঙ্কটের আশঙ্কা আজারবাইজানের বাকুতে এরদোগান ও শেহবাজ ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে তরুণীকে গ্রেফতার করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ হবিগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে তরুণীকে গ্রেফতার

জার্মানি ও কোস্টারিকার বিশ্বকাপের খেলায় প্রথমবারের মত মাঠে নামছে তিন মহিলা রেফারি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:২৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২
  • ১৯ সময় দেখুন

ফিফা বিশ্বকাপ ফুটবলের ৯২ বছরের ইতিহাসে এই প্রথম পুরুষদের বিশ্বকাপ ফুটবলে মহিলা রেফারিরা খেলা পরিচালনা করবেন

স্পোর্টস ডেস্কঃ আজ বৃহস্পতিবার (১ লা ডিসেম্বর) কাতার বিশ্বকাপ ফুটবলের ‘ই’ গ্রুপের জার্মানি ও কোস্টারিকার বাঁচামরার লড়াইয়ে তিন নারী রেফারি দায়িত্ব পালন করবেন। এই খেলা পরিচালনার মধ্য দিয়ে পুরুষদের ফুটবল ইতিহাসে নিজের নাম লিখবেন ফিফার তিন মহিলা রেফারি স্টেফানি ফ্রাপার্ট, নয়জা বাক ও কারেন ডিয়াজ।

কাতারে জার্মানি ও কোস্টারিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে প্রধান রেফারির দায়িত্ব পালন করবেন ৩৮ বছর বয়সি ফরাসি নারী রেফারি স্টেফানি ফাপার্ট। আর সহযোগী রেফারি হিসাবে থাকবেন আরো দুই নারী, নয়জা বাক ও কারেন ডিয়াজ। এই প্রথমবার বিশ্বকাপের আসরে দেখা যাবে এই দৃশ্য, মাঠে ২২ জন পুরুষ ফুটবলার, আর তাদের খেলা পরিচালনা করছেন তিন নারী রেফারি।

ইতিমধ্যেই একবার ইতিহাস তৈরি করেছেন ফাপার্ট। গত মঙ্গলবার মেক্সিকো ও পোল্যান্ডের ম্যাচে তিনি ছিলেন চতুর্থ রেফারি, যাকে এখন বলা হচ্ছে ফোর্থ অফিশিয়াল। ফোর্থ অফিশিয়াল হওয়া নিঃসন্দেহে বড় ব্যাপার, কিন্তু মূল রেফারি হিসাবে এমন একটা গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করা আরো অনেক বেশি কৃতিত্ব ও সম্মানের বিষয়। আর তার সঙ্গে দুই সহকারী রেফারিও নারী। ফলে পুরুষ ফুটবলারদের এক নারী রেফারি ও তার দুই সহযোগী কীভাবে সামলান, তা দেখার জন্য পুরো বিশ্বের নজর থাকবে ওই ম্যাচের দিকে।

ফ্রাপার্টকে প্রশ্ন করা হয়েছিল, তিনি যখন রেফারি হিসাবে ম্যাচ পরিচালনা করেন, তখন কি ফুটবলার, ম্যানেজার, দর্শকদের কাছ থেকে কোনো বিরূপ মন্তব্য শুনতে হয়? ফ্রাপার্টের জবাব হলো, ”যবে থেকে পুরুষদের ম্যাচে রেফারিং শুরু করেছি, তবে থেকে টিম, ক্লাব, ফুটবলার, দর্শক সবাই আমাকে সমর্থন করেছে। তাই আমার আলাদা করে কিছু মনে হয় না। মাঠে নামলে মনে হয়, পুরুষদের মতো আমিও একজন ম্যাচ পরিচালনাকারী রেফারি মাত্র। সকলেই আমাকে স্বাগত জানায়। তাই আমার মনে হয়, বিশ্বকাপের মাঠেও আমায় স্বাগত জানানো হবে।”

ফ্রাপার্ট এর আগে ২০২০ সালে ইউরোপের চ্যাম্পিয়নস লিগে প্রথম নারী রেফারি হিসাবে ম্যাচ পরিচালনা করেছেন। তার আগের বছর ইউরোপীয়ান সুপার কাপে লিভারপুল বনাম চেলসির মতো উত্তেজনাময় ম্যাচ পরিচালনা করেছেন।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

হাঙ্গেরিতে পুতিন ও ট্রাম্পের সম্ভাব্য শীর্ষ বৈঠকের পূর্বে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক সম্মত রাশিয়া

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জার্মানি ও কোস্টারিকার বিশ্বকাপের খেলায় প্রথমবারের মত মাঠে নামছে তিন মহিলা রেফারি

আপডেটের সময় ০২:২৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২

ফিফা বিশ্বকাপ ফুটবলের ৯২ বছরের ইতিহাসে এই প্রথম পুরুষদের বিশ্বকাপ ফুটবলে মহিলা রেফারিরা খেলা পরিচালনা করবেন

স্পোর্টস ডেস্কঃ আজ বৃহস্পতিবার (১ লা ডিসেম্বর) কাতার বিশ্বকাপ ফুটবলের ‘ই’ গ্রুপের জার্মানি ও কোস্টারিকার বাঁচামরার লড়াইয়ে তিন নারী রেফারি দায়িত্ব পালন করবেন। এই খেলা পরিচালনার মধ্য দিয়ে পুরুষদের ফুটবল ইতিহাসে নিজের নাম লিখবেন ফিফার তিন মহিলা রেফারি স্টেফানি ফ্রাপার্ট, নয়জা বাক ও কারেন ডিয়াজ।

কাতারে জার্মানি ও কোস্টারিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে প্রধান রেফারির দায়িত্ব পালন করবেন ৩৮ বছর বয়সি ফরাসি নারী রেফারি স্টেফানি ফাপার্ট। আর সহযোগী রেফারি হিসাবে থাকবেন আরো দুই নারী, নয়জা বাক ও কারেন ডিয়াজ। এই প্রথমবার বিশ্বকাপের আসরে দেখা যাবে এই দৃশ্য, মাঠে ২২ জন পুরুষ ফুটবলার, আর তাদের খেলা পরিচালনা করছেন তিন নারী রেফারি।

ইতিমধ্যেই একবার ইতিহাস তৈরি করেছেন ফাপার্ট। গত মঙ্গলবার মেক্সিকো ও পোল্যান্ডের ম্যাচে তিনি ছিলেন চতুর্থ রেফারি, যাকে এখন বলা হচ্ছে ফোর্থ অফিশিয়াল। ফোর্থ অফিশিয়াল হওয়া নিঃসন্দেহে বড় ব্যাপার, কিন্তু মূল রেফারি হিসাবে এমন একটা গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করা আরো অনেক বেশি কৃতিত্ব ও সম্মানের বিষয়। আর তার সঙ্গে দুই সহকারী রেফারিও নারী। ফলে পুরুষ ফুটবলারদের এক নারী রেফারি ও তার দুই সহযোগী কীভাবে সামলান, তা দেখার জন্য পুরো বিশ্বের নজর থাকবে ওই ম্যাচের দিকে।

ফ্রাপার্টকে প্রশ্ন করা হয়েছিল, তিনি যখন রেফারি হিসাবে ম্যাচ পরিচালনা করেন, তখন কি ফুটবলার, ম্যানেজার, দর্শকদের কাছ থেকে কোনো বিরূপ মন্তব্য শুনতে হয়? ফ্রাপার্টের জবাব হলো, ”যবে থেকে পুরুষদের ম্যাচে রেফারিং শুরু করেছি, তবে থেকে টিম, ক্লাব, ফুটবলার, দর্শক সবাই আমাকে সমর্থন করেছে। তাই আমার আলাদা করে কিছু মনে হয় না। মাঠে নামলে মনে হয়, পুরুষদের মতো আমিও একজন ম্যাচ পরিচালনাকারী রেফারি মাত্র। সকলেই আমাকে স্বাগত জানায়। তাই আমার মনে হয়, বিশ্বকাপের মাঠেও আমায় স্বাগত জানানো হবে।”

ফ্রাপার্ট এর আগে ২০২০ সালে ইউরোপের চ্যাম্পিয়নস লিগে প্রথম নারী রেফারি হিসাবে ম্যাচ পরিচালনা করেছেন। তার আগের বছর ইউরোপীয়ান সুপার কাপে লিভারপুল বনাম চেলসির মতো উত্তেজনাময় ম্যাচ পরিচালনা করেছেন।

কবির আহমেদ/ইবিটাইমস