ভিয়েনা ০৬:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হামাসকে নিরস্ত্রীকরণের জন্য যুক্তরাষ্ট্রের কোনও সময়সীমা নেই – ট্রাম্প জার্মানিতে শরণার্থীদের অনেকেই এখনও দারিদ্র্যের ঝুঁকিতে আছে মঙ্গলবার অস্ট্রিয়া সফরে আসছেন জার্মানির প্রেসিডেন্ট স্টাইনমায়ার ওমানে দুর্ঘটনায় নিহত ৮ প্রবাসীর লাশ ফিরল দেশে পাকিস্তান ও আফগানিস্তান তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বাংলাদেশ-চীন সম্পর্কের সুবর্ণজয়ন্তী, সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না: ইসি আনোয়ারুল তজুমদ্দিনে আগুনে পুড়লো ১৯ মাছের আড়ৎ ভিয়েনায় মার্সিডিজ গাড়ি পুড়ে ছাই ওয়াশিংটনে যুদ্ধ বন্ধে জেলেনস্কিকে চুক্তি করতে বললেন ট্রাম্প

আজ পোল্যান্ডের বিরুদ্ধে আর্জেন্টিনার বিশ্বকাপে টিকে থাকার লড়াই

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৫৩:২১ অপরাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২
  • ১০ সময় দেখুন

আজ অস্ট্রিয়ার সময় রাত ৮ টায় এবং বাংলাদেশ সময় রাত ১ টায় আর্জেন্টিনা গ্রুপ পর্বের শেষ খেলায় পোল্যান্ডের মুখোমুখি হবে

স্পোর্টস ডেস্কঃ আর্জেন্টিনার শেষ ষোলোতে ওঠার সমীকরণ: দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শেষবার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে গিয়েছিল ২০০২ সালে। গত দুই দশকের মধ্যে চারটি বিশ্বকাপে তাদের সবচেয়ে বাজে পারফরম্যান্স ২০১৮ সালে শেষ ষোলো থেকে বিদায়। কাতারে কি তারা পারবে টানা পঞ্চম নকআউটে খেলতে?

কোপা আমেরিকা জিতে আর্জেন্টিনা ফেভারিট হিসেবে কাতারে পা রেখেছিল। টানা ৩৬ ম্যাচ অজেয় থাকা দলটিকে মাটিতে নামায় সৌদি আরব। ২-১ গোলে হার দিয়ে শুরু করা দুইবারের চ্যাম্পিয়নরা মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে ঘুরে দাঁড়ায়। বুধবার তারা দোহার স্টেডিয়াম ৯৭৪-এ খেলবে পোল্যান্ডের বিপক্ষে, যারা ১৯৮৬ সালের পর থেকে কখনও নকআউটে খেলেনি।

৩ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা আর্জেন্টিনার এই ম্যাচ বাঁচামরার। হারলেই ছিটকে যাবে তারা। জিতলে ৬ পয়েন্ট নিয়ে নিশ্চিত করবে নকআউট। ড্র করলে যেতে হবে বিভিন্ন সমীকরণে।

চলুন দেখে নেওয়া যাক আর্জেন্টিনার শেষ ষোলোতে ওঠার পথ।

*পোল্যান্ডকে হারালে আর্জেন্টিনা উঠবে শেষ ষোলোতে এবং গ্রুপ চ্যাম্পিয়ন হবে যদি সৌদি আরব ড্র করে কিংবা হারে।

যদি আর্জেন্টিনা ও সৌদি আরব উভয় দলই জেতে:

* গোল পার্থক্যে গ্রুপের শীর্ষস্থান নির্ধারণ হবে এবং পরে গোলের হিসাব। গোল পার্থক্যে আর্জেন্টিনা বর্তমানে ২ গোলে এগিয়ে।

* গোল স্কোর বিবেচনায় আনলে সৌদি আরব হেড টু হেডে গ্রুপের চ্যাম্পিয়ন হবে।

* আর্জেন্টিনা ড্র করলেও গ্রুপ বাধা টপকাবে যদি সৌদি আরব-মেক্সিকো ড্র করে।

* আর্জেন্টিনা ড্র করলে, অন্য ম্যাচে সৌদি আরব জিতলে আর্জেন্টাইনরা বাদ পড়বে (সৌদি আরব ও পোল্যান্ড উঠে যাবে)।

যদি আর্জেন্টিনা ড্র করে ও মেক্সিকো জেতে:

* ৫ পয়েন্ট নিয়ে পোল্যান্ড হবে গ্রুপ সেরা। আর্জেন্টিনা ও মেক্সিকোর পয়েন্ট হবে সমান ৪। সেক্ষেত্রে মেক্সিকো যদি এক বা দুই গোলে জেতে, আর্জেন্টিনা গোল পার্থক্যে এগিয়ে থাকায় দ্বিতীয় স্থানে থাকবে, মেক্সিকো হবে তৃতীয়।

* মেক্সিকো যদি তিন গোলে জেতে, তাহলে শেষ ষোলোর দল নির্ধারণ হবে গোলের হিসাবে। সেক্ষেত্রে আর্জেন্টিনা হেড টু হেডে এগিয়ে থাকবে।

* মেক্সিকো যদি চার গোলে জেতে, তাহলে গোল ব্যবধানে গ্রুপের দ্বিতীয় দল হবে তারা এবং আর্জেন্টিনা থাকবে তিনে।

* হেরে গেলে আর্জেন্টিনাকে বিদায় নিতে হবে।

আর্জেন্টিনার পর বিশ্বে একমাত্র বাংলাদেশে রয়েছে আর্জেন্টিনার লাখ লাখ সমর্থক। বিশ্ব নন্দিত ফুটবলার পরলোকগত ম্যারাডোনার
যাদুকরী ফুটবল খেলার পর থেকেই বাংলাদেশে আর্জেন্টিনার প্রতি সমর্থক বাড়তে থাকে।

এখানে উল্লেখ্য যে,গত খেলায় মেক্সিকোর বিরুদ্ধে আর্জেন্টিনার ২-০ গোলে জয়লাভ করার পর আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন ফিফা তার বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশে আর্জেন্টিনা দলের এক বিশাল সমর্থকদের বিষয়টি ফলাও করে বিশ্বের সামনে উপস্থাপন করেন। ইতিমধ্যেই আর্জেন্টিনার একাধিক টিভি চ্যানেল বাংলাদেশ থেকে আর্জেন্টিনার সমর্থকদের সরাসরি সাক্ষাৎকার সম্প্রচার করছে। ধারণা করা হচ্ছে আর্জেন্টিনা নক-আউট পর্বে উঠতে পারলে বাংলাদেশে আর্জেন্টিনার ভক্তদের নিয়ে আরও অনুষ্ঠান প্রচারিত হবে।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

হামাসকে নিরস্ত্রীকরণের জন্য যুক্তরাষ্ট্রের কোনও সময়সীমা নেই – ট্রাম্প

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আজ পোল্যান্ডের বিরুদ্ধে আর্জেন্টিনার বিশ্বকাপে টিকে থাকার লড়াই

আপডেটের সময় ০৪:৫৩:২১ অপরাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২

আজ অস্ট্রিয়ার সময় রাত ৮ টায় এবং বাংলাদেশ সময় রাত ১ টায় আর্জেন্টিনা গ্রুপ পর্বের শেষ খেলায় পোল্যান্ডের মুখোমুখি হবে

স্পোর্টস ডেস্কঃ আর্জেন্টিনার শেষ ষোলোতে ওঠার সমীকরণ: দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শেষবার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে গিয়েছিল ২০০২ সালে। গত দুই দশকের মধ্যে চারটি বিশ্বকাপে তাদের সবচেয়ে বাজে পারফরম্যান্স ২০১৮ সালে শেষ ষোলো থেকে বিদায়। কাতারে কি তারা পারবে টানা পঞ্চম নকআউটে খেলতে?

কোপা আমেরিকা জিতে আর্জেন্টিনা ফেভারিট হিসেবে কাতারে পা রেখেছিল। টানা ৩৬ ম্যাচ অজেয় থাকা দলটিকে মাটিতে নামায় সৌদি আরব। ২-১ গোলে হার দিয়ে শুরু করা দুইবারের চ্যাম্পিয়নরা মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে ঘুরে দাঁড়ায়। বুধবার তারা দোহার স্টেডিয়াম ৯৭৪-এ খেলবে পোল্যান্ডের বিপক্ষে, যারা ১৯৮৬ সালের পর থেকে কখনও নকআউটে খেলেনি।

৩ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা আর্জেন্টিনার এই ম্যাচ বাঁচামরার। হারলেই ছিটকে যাবে তারা। জিতলে ৬ পয়েন্ট নিয়ে নিশ্চিত করবে নকআউট। ড্র করলে যেতে হবে বিভিন্ন সমীকরণে।

চলুন দেখে নেওয়া যাক আর্জেন্টিনার শেষ ষোলোতে ওঠার পথ।

*পোল্যান্ডকে হারালে আর্জেন্টিনা উঠবে শেষ ষোলোতে এবং গ্রুপ চ্যাম্পিয়ন হবে যদি সৌদি আরব ড্র করে কিংবা হারে।

যদি আর্জেন্টিনা ও সৌদি আরব উভয় দলই জেতে:

* গোল পার্থক্যে গ্রুপের শীর্ষস্থান নির্ধারণ হবে এবং পরে গোলের হিসাব। গোল পার্থক্যে আর্জেন্টিনা বর্তমানে ২ গোলে এগিয়ে।

* গোল স্কোর বিবেচনায় আনলে সৌদি আরব হেড টু হেডে গ্রুপের চ্যাম্পিয়ন হবে।

* আর্জেন্টিনা ড্র করলেও গ্রুপ বাধা টপকাবে যদি সৌদি আরব-মেক্সিকো ড্র করে।

* আর্জেন্টিনা ড্র করলে, অন্য ম্যাচে সৌদি আরব জিতলে আর্জেন্টাইনরা বাদ পড়বে (সৌদি আরব ও পোল্যান্ড উঠে যাবে)।

যদি আর্জেন্টিনা ড্র করে ও মেক্সিকো জেতে:

* ৫ পয়েন্ট নিয়ে পোল্যান্ড হবে গ্রুপ সেরা। আর্জেন্টিনা ও মেক্সিকোর পয়েন্ট হবে সমান ৪। সেক্ষেত্রে মেক্সিকো যদি এক বা দুই গোলে জেতে, আর্জেন্টিনা গোল পার্থক্যে এগিয়ে থাকায় দ্বিতীয় স্থানে থাকবে, মেক্সিকো হবে তৃতীয়।

* মেক্সিকো যদি তিন গোলে জেতে, তাহলে শেষ ষোলোর দল নির্ধারণ হবে গোলের হিসাবে। সেক্ষেত্রে আর্জেন্টিনা হেড টু হেডে এগিয়ে থাকবে।

* মেক্সিকো যদি চার গোলে জেতে, তাহলে গোল ব্যবধানে গ্রুপের দ্বিতীয় দল হবে তারা এবং আর্জেন্টিনা থাকবে তিনে।

* হেরে গেলে আর্জেন্টিনাকে বিদায় নিতে হবে।

আর্জেন্টিনার পর বিশ্বে একমাত্র বাংলাদেশে রয়েছে আর্জেন্টিনার লাখ লাখ সমর্থক। বিশ্ব নন্দিত ফুটবলার পরলোকগত ম্যারাডোনার
যাদুকরী ফুটবল খেলার পর থেকেই বাংলাদেশে আর্জেন্টিনার প্রতি সমর্থক বাড়তে থাকে।

এখানে উল্লেখ্য যে,গত খেলায় মেক্সিকোর বিরুদ্ধে আর্জেন্টিনার ২-০ গোলে জয়লাভ করার পর আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন ফিফা তার বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশে আর্জেন্টিনা দলের এক বিশাল সমর্থকদের বিষয়টি ফলাও করে বিশ্বের সামনে উপস্থাপন করেন। ইতিমধ্যেই আর্জেন্টিনার একাধিক টিভি চ্যানেল বাংলাদেশ থেকে আর্জেন্টিনার সমর্থকদের সরাসরি সাক্ষাৎকার সম্প্রচার করছে। ধারণা করা হচ্ছে আর্জেন্টিনা নক-আউট পর্বে উঠতে পারলে বাংলাদেশে আর্জেন্টিনার ভক্তদের নিয়ে আরও অনুষ্ঠান প্রচারিত হবে।

কবির আহমেদ/ইবিটাইমস