পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে ডাকাত আতংকে রাতভর মাকিং সহ পাহারা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (২৭ নভেম্বর) রাতভর এমন আতংক ছড়িয়ে পরে উপজেলা ঝুড়ে। এ সময় উপজেলার বিভিন্ন মসজিদের মাইকে ও স্থানীয় বিভিন্ন গ্রামে গ্রামে পাহারা চলে।
উপজেলার দেউলবাড়ি দোবরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাস্টার মো. অলিউল্লাহ বলেন, রবিবার রাত ১০টার দিকে হঠাৎ করে স্থানীয়দের মাঝে ডাকাত আতংক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের সচেতন করতে সকল মসজিদে মাইকিং করা সহ মোবাইলের মাধ্যমে সচেতন করা হয়। গ্রামের নারী-পুরুষ রাতভর জেগে থেকে দল করে পাহারা দেন।
উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের পশ্চিম ছোট বুইচাকাঠী গ্রামের মো. আল আমীন হাজরা জানান, রাত সাড়ে ৯টার দিকে গ্রামে ডাকাত ঢুকতে পারে বলে একে অপরকে রাতে সজাগ থাকার জন্য ফোন দিয়ে তাগিদ দিচ্ছেন। পরে ওই রাতে গ্রামের লোকজন দল বেঁধে পাহারা দিয়েছেন।
নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হুমায়ুন কবির ডাকাত আতংকের খবর নিশ্চিত করে জানান, সন্ধ্যার দিকে এমন একটি গুজব ছড়িয়ে পড়ে। স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে রাতে উপজেলার বিভিন্ন স্থানে গ্রæপ করে থানা পুলিশ সহ স্থানীয়দের দিয়ে পাহারার ব্যবস্থা করা হয়।
এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস