ভোলা জেলা প্রতিনিধিঃ ভোলায় ব্রাজিল সমর্থকগোষ্ঠীর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য শোভাযাত্রা। সেই শোভাযাত্রায় ঢল নেমেছে সমর্থকদের।
বৃহস্পতিবার(২৪ নভেম্বর) বিকালে ব্রাজিলের প্রতি ভালোবাসা দেখিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে সমর্থকরা। শোভাযাত্রাটি শহরের গুরুপ্তপূর্ন সড়ক গুলো প্রদক্ষন করে।
চারদিকে যেন সমর্থকদের উচ্ছ্বাস। কারো গায়ে হলুদ জার্সি কারো হাতে পতাকা-বাশি। কেউ আবার জড়িয়েছেন প্রিয় দলের পতাকা। সারি সারি মোটরসাইকেল আর পিক্যাপ ভ্যান নিয়ে আনন্দ-উল্লাসে মেতে উঠছেন ভক্ত-সমর্থকরা।
এমনি চিত্র দেখা গেছে ৫ বারের বিশ্ব চ্যাস্পিয়ান ব্রাজিলের আনন্দ-শোভাযাত্রায়। কাতার বিশ্বকাপের উম্মাদনা ছড়িয়ে পড়েছে দ্বীপজেলা ভোলাতেও। প্রতি বারের মত এবারও বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে ব্রাজিল সমর্থকরা আনন্দ-উল্লাসে মেতে উঠেন।
ভোলা ব্রাজিল সমর্থকদের আয়োজনে অনুষ্ঠিত এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আনন্দ মিছিলটি ছিলো প্রায় প্রায় দুই কিলোমিটার দীর্ঘ। এতে অন্তত ১০ হাজার সমর্থক এবং শত শত মোটরসাইকেল, প্রাইভেটকার নিয়ে সমর্থকরা অংশগ্রহন করে।
ভক্তরা আশাবাদি এবারের বিশ্বকাপ উঠবে ব্রাজিলের হাতে। শান্তি-শৃঙ্খলা বজায় রেখে ব্রাজিলের সমর্থনে কিছুক্ষনের জন্য মেতে উঠেন সমর্থকরা। আনন্দ-শোভাযাত্রা ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকেও। স্মরনকালে সেরা এ শোভাযাত্রায় করতে পেরে আনন্দিত সমর্থকরা।
মনজুর রহমান/ইবিটাইমস