হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ১ কোটি ৪৭ লক্ষ টাকা ব্যয়ে কদমতলী থেকে মড়রা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তা উন্নয়ন ও কদমতলী সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার ৪ তলা বিশিষ্ট ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার বিকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এড. মোঃ আবু জাহির।
চারগ্রাম ঐক্য পরিষদের সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশীদ তালুকদার ইকবাল, উপজেলা ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার, প্রবীণ আওয়ামিলীগ নেতা আতাউর রহমান মাসুক, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল খাঁন, শায়েস্তাগঞ্জ আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহিম সবুজসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে এড. মোঃ আবু জাহির বলেন, উন্নয়ের ধারা অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার কোন বিকল্প নাই।
মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস