তুষারপাতে বিপর্যস্ত সুইডেন, মাইনাস তাপমাত্রা জার্মানিতেও

আন্তর্জাতিক ডেস্ক: প্রচণ্ড তুষারপাতে বিপর্যস্ত সুইডেন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন রাজধানী স্টকহোমসহ দেশটির বেশির ভাগ অঞ্চলের মানুষ। এ অবস্থায় যেকোনো দুর্ঘটনা এড়াতে দেশজুড়ে দূরপাল্লার যান চলাচল সীমিত করা হয়েছে। বিভিন্ন স্থানে জারি করা হয়েছে সতর্কতা।

বছরের এ সময়টিতে সুইডেনে তুষারপাত স্বাভাবিক হলেও, গেল তিন দিনের অস্বাভাবিক তুষারপাতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।

বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, প্রচণ্ড তুষারপাতে রাজধানী স্টকহোমের বিভিন্ন ঘরবাড়ি ও স্থাপনার পাশাপাশি রাস্তাঘাট ছেয়ে গেছে পুরু বরফে। দুর্ঘটনা এড়াতে দূরপাল্লার যান চলাচল সীমিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। বন্ধ রয়েছে ট্রেন চলাচলও। রাস্তায় বরফ জমায় শীতকালীন বিশেষ চাকা ছাড়া গাড়ি নিয়ে বাইরে বের না হওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।

একই অবস্থা জার্মানির পূর্ব ও মধ্যাঞ্চলেও। দেশটির বাভারিয়া অঞ্চলে সোমবার (২১ নভেম্বর) ১৫ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়েছে। এ ছাড়া মাত্র এক দিনের ব্যবধানে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস ১০ ডিগ্রিতে নেমেছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দফতর।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »