সৌদি বাদশাহ সালমান আগামীকাল বুধবার ২৩ নভেম্বর বিশ্বকাপের জয় উদযাপনের জন্য এক দিনের সরকারি ছুটির নির্দেশ দিয়েছেন
আন্তর্জাতিক ডেস্কঃ আজ মঙ্গলবার (২২ নভেম্বর) কাতার বিশ্বকাপ ফুটবলের সি গ্রুপের প্রথম খেলায় সৌদি আরব কাতারের লুসাইল স্টেডিয়ামে শিরোপা প্রত্যাশি দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফুটবল সুপারস্টার লিওনেল মেসির আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়েছে।
সৌদী আরবের রাজধানী রিয়াদ থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক সৌদি গেজেট (Saudi Gazette) জানিয়েছে মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধায়ক সৌদি আরবের বাদশাহ সালমান মঙ্গলবার নির্দেশ জারি করেছেন যে, আগামীকাল বুধবার ২৩ নভেম্বর সমগ্র সরকারী ও বেসরকারী সেক্টরের সমস্ত কর্মচারীদের পাশাপাশি শিক্ষার সকল পর্যায়ে শিক্ষার্থীদের জন্য ছুটির দিন হবে। এই আদেশটি ক্রাউন প্রিন্স এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সুপারিশের সাথে সঙ্গতিপূর্ণ বলে জানিয়েছে সৌদি গেজেট।
কবির আহমেদ/ইবিটাইমস