ভোলায় আর্জেন্টিনা সমর্থকগোষ্ঠীর আনন্দ শোভাযাত্রা

ভোলা প্রতিনিধিঃ কাতার বিশ্বকাপের উম্মাদনা ছড়িয়ে পড়েছে দ্বীপজেলা ভোলাতেও। তারই ধারাবাহিকতায় পাড়া-মহল্লায় ছেয়ে গেছে শহরের অলিগলি। চলছে নিজ দলের সমর্থন নিয়ে তর্ক-বিতর্ক আর যুক্তি।

প্রতি বারের মত এবারও বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে আর্জেন্টিনার সমর্থকরা আনন্দ-উল্লাসে মেতে উঠেন। কারো হাতে পতাকা, কারো গায়ে গেঞ্জি কারো বা  মাথায় হেড, বেচ ও মুখস  পড়া। আকাশি রংয়ের জার্সি গায়ে একত্রিত হয়ে গানের তালে নেচে গেয়ে আনন্দ-উল্লাসে মেতে উঠা। মাঠ ভর্তি দর্শক-সমর্থক। রপরেই চলে শো ডাউন। এমনি চিত্র দেখা গেছে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যায়ের মাঠে।

সোমবার (২১ নভেম্বর) বিকেলে ভোলা শহরে বর্নাঢ্য বিশাল শোভাযাত্রা করেছেন। শহরের সরকারি স্কুল মাঠ থেকে শুরু করে সদর রোড, উকিল পাড়া, যোগীর ঘোল, গার্লস স্কুল মোড়, নতুন বাজার হয়ে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয় শোভযাত্রাটি।

বাদকদল, মোটরসাইকেল, পিকআপ ও বিশালাকৃতির পতাকা কয়েকটি বড় পিক-আপ নিয়ে শোভাযাত্রা করেন সমর্থকেরা। শোভাযাত্রায় বিভিন্ন এলাকা থেকে আসা সহস্রাধিক আর্জেটিনার ভক্তরা অংশগ্রহন করেন। অংশগ্রহনকারীরা মেসি ও আর্জেন্টিনা বলে শ্লোগান দিতে থাকেন। নেচে গেয়ে প্রিয় দলকে শুভেচ্ছা জানান তারা।

বর্নাঢ্য এই শোভাযাত্রায় ছেলেকে নিয়ে অংশ নেয়া  সাথী নামের এক নারী বলেন, আমরা পরিবারের সবাই আর্জেন্টিনার সমর্থক। আমরা মেসিকে ভালবাসি। এবার মেসির মাধ্যমেই  বিশ্বকাপ যাবে আর্জেন্টিনার ঘরে।

রুবেল মাহমুদ  নামের এক সমর্থক বলেন, ফুটবল মানেই আর্জেন্টিনা। আর আর্জেন্টিনা মানে মেসি। আমাদের ভালবাসার আরেক নাম মেসি। আমরা আশাকরি এবার বিশ্বকাপ আর্জেন্টিনাই জিতবে।

শোভাযাত্রার অন্যতম আয়োজক শান্ত ঘোষ, অমি আহমেদ, মার্সেল ও মুক্তি জানান, ২০ নভেম্বর বিশ্বকাপ শুরু হয়েছে। ২২ নভেম্বর আমাদের প্রিয় দল প্রথম ম্যাচ খেলবে। প্রিয় দলকে শুভেচ্ছা জানাতে আমরা এই শোভাযাত্রার আয়োজন করেছি। এবার যেহেতু মেসির শেষ বিশ্বকাপ, এজন্য এবারের বিশ্বকাপ আমাদের জন্য খুব স্পেশাল। আশাকরি এবার আমাদের প্রিয় দল বিশ্বকাপ জিতবে।’

তিনি ব্রাজিল সমর্থকদেরও এমন শোভাযাত্রা আশা করেন। তাঁর ভাষায়, আমাদের দেশের অধিকাংশ সমর্থক আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থক।

মনজুর রহমান/ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »