ঝালকাঠিতে করোনা প্রতিরোধক ভ্যাক্সিন দেয়া হল ৫ লাখ ১৫ হাজার ৮৫২ জনকে

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলায় ৬ লাখ ৬১ হাজার ১৬১ জন নাগরিকের মধ্যে ৫ লাখ ১৫ হাজার ৮৫২জনকে করোনা প্রতিরোধক ভ্যাক্সিন দেয়া হয়েছে। দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে ৫ লাখ ৯ হাজার ৪জনকে এবং তৃতীয় ও বুস্টার ডোজ দেয়া হয়েছে ২লাখ ৪২ হাজার ৯৭৪জনকে। প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা নেয়ার পরে তৃতীয় ডোজের সিংহভাগই টিকা দান কেন্দ্রে আসেনি। এখনো প্রতিক্ষায় রয়েছে স্বাস্থ্যবিভাগ। ভ্যাক্সিন প্রদানের মধ্যে ১০বছর বয়সি শিশু থেকে শুরু করে উর্ধ্বের সকল বয়সের মানুষ রয়েছে। ঝালকাঠিতে কভারেজের হার ৮৭%।

ঝালকাঠিতে সিনোফার্মা টিকা প্রথম ডোজ দেয়া হয়েছে। ২ লাখ ৭ হাজার ৬জনকে এবং দ্বিতীয় ডোজ ২ লাখ ৭ হাজার ১৯৪ জনকে। ফাইজার টিকা প্রথম ডোজ দেয়া হয়েছে ১ লাখ ২ হাজার ৬০৪ জনকে এবং দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে ১ লাখ ১ হাজার ৪৫৫জনকে। বুস্টার ডোজ ১ লাখ ৪৩ হাজার ৮৯৬জনকে দেয়া হয়েছে। সিনোভ্যাগ প্রথম ডোজ ১ লাখ ১৯ হাজার ২২৬জনকে ও দ্বিতীয় ডোজ ১ লাখ ১৩ হাজার ৮৮৯জন এবং বুস্টার ডোজ ৩৫ হাজার ৫২৩জনকে দেয়া হয়েছে। এ্যাস্টোজেনিকা টিকা ২১ হাজার ৯৪৮জনকে প্রথম ডোজ ও ২১ হাজার ৩২৫জনকে দ্বিতীয় ডোজ এবং ৯ হাজার ৭৪৮জনকে বুস্টার ডোজ দেয়া হয়েছে। মর্ডানা প্রথম ডোজ ২ হাজার ৬৮জনকে, দ্বিতীয় ডোজ ২ হাজার ১৪১ জনকে এবং বুস্টার ডোজ ৫৩ হাজার ৮০৭জনকে দেয়া হয়েছে। জনসন টিকা দ্বিতীয় ডোজ ৯ হাজার ৯৫জনকে এবং ফাইজার পিডি (প্রাইমারী পড়ুয়া  শিক্ষার্থীদের) প্রথম ডোজ ৪৯ হাজার ৭৮০জনকে দেয়া হয়েছে।

বাধন রায়/ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »