উক্রেনের যুদ্ধ এবং রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চাপের কারণে এবারে সম্মেলন অনেকটা ম্লান হয়ে গেছে
আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো রাজধানী বালিতে আজ মঙ্গলবার (১৫ নভেম্বর) দুইদিন ব্যাপী এই জি-২০ সম্মেলনের উদ্বোধন করেছেন। উদ্বোধনী বক্তব্যে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের মধ্যে বিশ্বকে ‘যুদ্ধের অবসান’ ঘটাতে এবং মতবিরোধ দূর করারও আহ্বান জানিয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা ভয়েস অফ আমেরিকার খবরে বলা হয়েছে জি-২০ গ্রুপের ১৭টি সদস্য রাষ্ট্র এ সম্মেলনে যোগ দিচ্ছেন। যার যার সরকার প্রধান দেশগুলোর প্রতিনিধিত্ব করছে। এর মধ্যে গ্রুপ অফ সেভেন (জি-৭)এর নেতৃস্থানীয় শিল্পোন্নত দেশগুলোর নেতাদের পাশাপাশি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রয়েছেন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সশরীরে এ সম্মেলনে যোগ দিচ্ছেন কিনা এবং তিনি ভার্চুয়ালি এ সম্মেলনে অংশগ্রহণ করবেন কিনা তা স্পষ্ট নয়। জি-২০ র সদস্য না হওয়া সত্ত্বেও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি ভার্চুয়ালি এ সম্মেলনে অংশগ্রহণ করবেন। জি-২০ সম্মেলনে রাশিয়ার প্রতিনিধিত্ব করছেন পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
অংশগ্রহণকারীদের চূড়ান্ত তালিকা নিয়ে বাইডেন সন্তুষ্ট কি না- এই প্রশ্নটি এড়িয়ে গেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভান। তবে তিনি বলেন,এই শীর্ষ সম্মেলনটিকে প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেন যুদ্ধের পরিণতি মোকাবেলায় বিশ্বের প্রধান অর্থনীতির দেশগুলোর নেতাদের জন্য একটি সুযোগ হিসেবে দেখছেন। খাদ্য নিরাপত্তা, জ্বালানি নিরাপত্তা, ঋণ সংস্কারসহ বাস্তবিক বিষয়গুলোর ওপর তিনি জোর দেবেন।
শীর্ষ সম্মেলনের সময় ওয়াশিংটন এবং জাকার্তা ইন্দোনেশিয়ার জ্বালানি পরিবর্তনের বিষয়ে পিজিআইআই উদ্যোগগুলো উন্মোচন করছে। দেশ দুটি ইন্দোনেশিয়ার ৫টি প্রদেশে জলবায়ু-সচেতন অবকাঠামো বিকাশ, নারী-উদ্যোগে ব্যবসা এবং ক্ষুদ্র থেকে মাঝারি আকারের উদ্যোগগুলোতে অর্থের যোগান বৃদ্ধির জন্য ৬৯ কোটি ৮০ লাখ ডলারের চুক্তির সূচনা করছে।
এদিকে কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা আলজাজিরা জানিয়েছে, ইউক্রেন যুদ্ধের ফলে ভূরাজনৈতিক উত্তেজনা যেমন বেড়েছে, বিশ্বব্যাপী খাদ্য ও জ্বালানির দামও আকাশচুম্বী হয়েছে। এবারের জি-২০ সম্মেলনেও বিশ্বের খাদ্য নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
জি-২০ সম্মেলনের আয়োজন করা ইন্দোনেশিয়ার জন্য একটি সম্মানের বিষয় বলেও নিজের বক্তব্যে উল্লেখ করেছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বলেছেন, বিশ্ব আরেকটি শীতল যুদ্ধে জড়ানোর সামর্থ্য রাখে না। জি-২০ সদস্যদের অবশ্যই ইউক্রেন ‘যুদ্ধ শেষ করতে’ কাজ করতে হবে। যুদ্ধ শেষ করা সম্ভব না হলে বিশ্বকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া কঠিন হবে বলেও মন্তব্য করেছেন তিনি।
এদিকে গতকাল সোমবার চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে তিন ঘণ্টা ধরে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ কথা বলেছেন শি চিনপিংয়ের সঙ্গে।
কবির আহমেদ/ইবিটাইমস