ভোলা প্রতিনিধিঃ ভোলার মনপুরায় কোড়ালিয়া বাজারে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে অন্তত ১৪ টি দোকান ঘর।এতে প্রাথমিকভাবে কোন ক্ষয়ক্ষতির পরিমাণ পাওয়া যায় নি।
সোমবার(১৪ নভেম্বর)ভোর ৫ টার দিকে ফায়ার সার্ভিস এসে সম্পন্ন আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছে।এর আগে রোববার (১৩ নভেম্বর)রাত ৩ টার দিকে দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের কোড়ালিয়া বাজারের একটি চায়ের দোকান থেকে এই আগুনের সূত্রপাত হয় বলে জানায় স্থানীয়রা।
মনপুরা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা ফজলুর রহমান জানান, কোড়ালিয়া বাজারটি উপজেলা সদর থেকে অন্তত ২০ কিলোমিটার দুরে হওয়ায় ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপক টিম ঘটনাস্থলে আসতে দেরি হয়েছে। তবে আমরা অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
মনজুর রহমান/ইবিটাইমস