পটুয়াখালী থেকে ঢাকার পথে ৫ হাজার যুবলীগ নেতাকর্মী

পটুয়াখালী প্রতিনিধিঃ ‘ঘাটে প্রস্তুত ডাবল ডেকার যাত্রীবাহি ল । দলে দলে নেতা কর্মীরা জেলার বিভিন্ন এলাকা থেকে জরো হচ্ছেন। লে চলছে রান্না বান্নার প্রস্তুতি, রাতে নেতাকর্মীদের জন্য থাকছে খিচুরির সাথে মুরগী আর সকালে থাকছে গরু মাংশ। তাইতো আস্ত গরু আনা হয়েছে লে , রাতেই জবাই হবে। লে র পাশে টাঙ্গানো হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতির পিতা শেখ মুজিবুর রহমান, যুবলীগের প্রেসিডেন্ট,সাধারণ সম্পাদকের ছবি সম্বলিত ব্যনার ফেস্টুন। সব মিলিয়ে সাজ সাজ রব।’ বলছিলাম আগামী ১১ নভেম্ব ঢাকায় যুবলীগের যুব মহা সমাবেশে পটুয়াখালী জেলা থেকে ঢাকায় রওয়ানা করা যুবলীগ নেতাকর্মীদের শেষ মুহুর্তের প্রস্তুতির বিষয়।

পটুয়াখালী থেকে ঢাকায় যেতে যুবলীগের নেতাকর্মীরা ইতিমধ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছেন। বৃহস্পতিবার রাত ১০ টায় পটুয়াখালী ল ঘাট থেকে এমভি কাজল ৭ ল ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।

পটুয়াখালী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এড. সৈয়দ মোঃ সোহেল বলেন, ‘যুবলীগের যুব মহা সমাবেশকে সফল করতে পটুয়াখালী জেলা থেকে আমার প্রায় ৫ হাজার নেতাকর্মী ঢাকায় যাচ্ছি। নেতা কর্মীদের থাকা, খাওয়া সহ কোন বিষয়ে যাতে সমস্যায় পরতে না হয় সে কারনে বিভিন্ন উপ কমিটির মাধ্যমে পুরো বিষয়টি মনিটরিং করা হচ্ছে। ইনশাআল্লাহ সামবেশ শেষে আমার এই লে করেই নিরপদে পটুয়াখালী ফিরে আসবো।’

এদিকে নেতাকর্মীদের জন্য জেলা যুবলীগের সভাপতি,সম্পাদকের ছবি সম্মলিত ক্যাপ ও টি সার্ট করা হয়েছে। যুব মহাসমাবেশ স্থলে নিজেদের অবস্থান জানান দিতে বানানো হয়েছে রং বে রং এর ফেস্টুন ও ব্যনার।

অপরদিকে যুবলীগের এই ঢাকা যাত্রাকে কেন্দ্র করে পটুয়াখালী ল ঘাটে ও আশ পাশের এলাকায় যুবলীগের নেতা কর্মীদের পোষ্টার ব্যনারে ছেয়ে গেছে পুরো এলাকা। সব মিলিয়ে যুবলীগ নেতা কার্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। বিকলে থেকেই বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে ল ঘাটে জরো হচ্ছেন তারা।

আব্দুস সালাম আরিফ/ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »