সিলেট প্রতিনিধি: সিলেটে বিএনপি নেতা আ ফ ম কামাল হত্যার ঘটনায় প্রায় ৪৮ ঘন্টা পর মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টায় নিহতের বড় ভাই মঈনুল সিলেট এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করেন।
মামলায় ছাত্রলীগের নেতা আজিজুর রহমান সম্রাটসহ ১০ জন এবং অজ্ঞাত আরো ৪/৫ জনকে আসামী করা হয়েছে।
এদিকে বিএনপি নেতা আ ফ ম কামাল হত্যাকাণ্ডের ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।
গত রোববার রাত সোয়া ৮ টার দিকে সিলেট নগরীর আম্বরখানা বড়বাজারে একদল সন্ত্রাসী সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও সিলেট ল’ কলেজের জিএস আ ফ ম কামালকে কুপিয়ে হত্যা করে।
ডেস্ক/ইবিটাইমস/এমএইচ