জাতীয় সংসদ প্রতিনিধিঃ সর্বদলীয় সংসদীয় গ্রুপ (এপিপিজি) কর্তৃক আয়োজিত কনসার্ন ওয়াল্ডওয়াইড বাংলাদেশ ও পিপলস্ এমপাওয়ারমেন্ট ট্রাস্ট (পিইটি) এর সার্বিক সহযোগীতায় আজ মহান জাতীয় সংসদের পার্লামেন্ট মেম্বার’স ক্লাবে আয়োজিত “নগরের দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও মৌলিক মানবাধিকার নিশ্চিতকরণ: বৈষম্য ও দারিদ্র নিরসনে আইন প্রনেতাগণের ভূমিকা” শীর্ষক আলোচনা সভায় পানিসম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে অংশগ্রহণ করেন-দ্বীপবন্ধু আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন, এমপি ১১৭ ভোলা-৩।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে এবং মহান মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার লক্ষে মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার বাংলাদেশকে সম্পূর্ণ দারিদ্রমুক্ত করে মধ্যম আয়ের দেশে উন্নীত করার লক্ষ্য নিয়ে বহুমুখী কর্মকান্ড পরিচালনা করে আসছে। বর্তমান উন্নয়নের লক্ষ্যমাত্রা আরও টেকসই গতিশীল করতে দেশের অন্যান্য জনপদের পাশাপাশি নগরগুলোত বসবাসরত দরিদ্র জনগোষ্ঠীর জন্যও সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচী গ্রহণ করেছেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম.এ মান্নান এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোঃ শহীদুজ্জামান সরকার এমপি।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় সংসদের সর্বদলীয় সংসদীয় গ্রুপ (এপিপিজি) এর কো-চেয়ারম্যান গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি।
সর্বদলীয় সংসদীয় গ্রুপ (এপিপিজি) এর সদস্য মাননীয় সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির এমপি, রোমানা আলী এমপি, অপরাজিতা হক এমপি, ফেরদৌসী ইসলাম এমপি এবং প্রান্তিক প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও আন্তর্জাতিক বিশেষজ্ঞবৃন্দ।
আজিম উদ্দিন লিটন/ইবিটাইমস