লক্ষিপুরঃ বর্তমান বিশ্বে ভয়াবহ ভাবে বাড়ছে মাদক দ্রব্য ও মাদক আসক্তি। লক্ষ লক্ষ তরুণ মাদকের কবলে পরে সৃষ্টি করছে সমাজে হতাশা এবং সহিংসতা। মাদক সেবন রোধে রামগঞ্জ “নুরুন নিছা” ফাউন্ডেশন একটি সেমিনার আয়োজন করে। হাজি জাহাঙ্গীরের আয়োজনে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার হাজি জাহাঙ্গীর পাটোয়ারী মিলনায়তনে মাদক বিরোধী সেমিনারে সভাপতিত্ব করেন ঢাকা নূরপুর দরবার শরীফের চেয়ারম্যান,তাযকিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান পীর সাহেব কেবলা হযরত হুমায়ুন কবির খান এবং রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, নুরুন নিছা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হাজি মুহাম্মদ জাহাঙ্গীর পাটোয়ারীর ব্যবস্হাপনায়,রামগঞ্জ পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্জুল হক ফারুক সঞ্চালনা করেন।
এতে উপস্থিত ছিলেন লক্ষিপুর জেলার অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সাবেক এম,পি,আ,ন,ম,শামসুল ইসলাম, রামগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার উম্মে হাবিবা মীরা, লক্ষি পুর থানা অফিসার ইনচার্জ এমাদুল হক,লক্ষিপুর জেলা মাদক নিয়ন্ত্রক অধিদপ্তরের সহকারী পরিচালক মাসুদ আলম,রামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র বেলাল আহমেদ, উপজেলা সাবেক শিক্ষা অফিসার জনাব মোনাজার রশিদ, রামগঞ্জ বাজার ব্যবস্হাপনার কমিটির সভাপতি হাজি আকবর হোসেন, রামগঞ্জ কামিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক সামসুল ইসলাম যশোরি সহ আরো অনেক গন্য মান্য ব্যক্তিবর্গ।
সেমিনারে প্রবন্ধ পাঠে বর্তমান বিশ্বে মাদকের ভয়াবহতার বাস্তবচিত্র তুলে ধরা হয়।
রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সোহরাব হোসেন, জনকল্যাণ মূলক এমন আয়োজনে বক্তরা নুরুন নিছা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে বর্তমান বিশ্ব এবং দেশকে মাদকের ভয়াবহ কড়াল গ্রাস থেকে বর্তমান তরুণ প্রজন্মকে রক্ষার বিভিন্ন দিক আলোচনা করেন।
লক্ষিপুর জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে মাদক বিরোধী শপথবাক্য পাঠ করানো হয়।
হাফিজা লাকী/ইবিটাইমস