ভিয়েনা ১১:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ভারুচের জেলা শাসক তুষার ডি সুমেরা : ভবিষ্যৎবাণীকে পরাস্ত করা একজন সফল মানুষ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২
  • ১৪ সময় দেখুন

রিপন শান: পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি।  মানুষ চেষ্টা করলে অসাধ্য সাধন সম্ভব।  “অসম্ভব” শব্দটি শুধু বোকাদের অভিধানে থাকে।  প্রমাণ  করেছেন- ভারুচের এখনকার জেলা শাসক তুষার ডি সুমেরা।

রেজাল্ট দেখেই ভবিষ্যদ্বাণী করেছিল স্কুল। এমনকি পাড়াপড়শিরাও। বলেছিল— এ ছেলেকে দিয়ে হবে না কিছু। আত্মীয়-পরিজনদেরও স্থির বিশ্বাস ছিল, বড় হয়ে ছেলে বখে যাবে। ক্লাস টেনে বোর্ডের প্রথম পরীক্ষায় টেনেটুনে পাশমার্ক তুলেছিলেন ভারতের ভারুচের এখনকার জেলা শাসক তুষার ডি সুমেরা। তবে তাকে নিয়ে করা ভবিষ্যৎবাণীর সার্থকতা  মেলেনি।

২০১২ সালে ইউপিএসসি পরীক্ষায় বসে আইএএস হন তুষার। আর এখন তিনি গুজরাটের ভারুচের জেলা শাসক। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটও। সম্প্রতি নিজের ক্লাস টেনের মার্কশিট প্রকাশ করেন তুষার। তার প্রাপ্ত নম্বর দেখে চমকে গিয়েছে সবাই। ইংরেজি, অংক, বিজ্ঞানের মতো বিষয়ে প্রাপ্ত নম্বরে ৩০-এর কোঠাও পেরোতে পারেননি তুষার। ৩৫, ৩৬, ৩৯— এই তার পাওয়া নম্বর। এছাড়া মাতৃভাষাতে পেয়েছিলেন ৪৪। সমাজ শিক্ষায় ৪৫। রেজাল্টে যে দু’টি নম্বর ৬০-এর উপর। তার একটি শারীর শিক্ষা। অন্যটির বিষয় স্পষ্ট নয়।

এমন ছাত্র আইএএস হলেন কীভাবে তা অবশ্য স্পষ্ট করেননি তুষার। তবে তার গল্প আর রেজল্টের ছবি টুইটারে প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়েছে। তাকে বাহবা দিয়ে টুইট করেছিলেন ছত্রিশগড় ক্যাডারের এক সিনিয়র আইএএস অবনীশ শরন। সেখানে অনেকেই মন্তব্য করেছেন বোর্ডের পরীক্ষায় খারাপ নম্বর মানেই ভবিষ্যৎ অন্ধকার ভেবে নেওয়াটা আমাদের ভুল। ভারুচের এখনকার জেলা শাসক তুষার ডি সুমেরা। তবে তাকে নিয়ে করা ভবিষ্যৎবাণী ফেল মেরেছে।

ব্যবস্থাপনা সম্পাদক/ইবিটাইমস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভারুচের জেলা শাসক তুষার ডি সুমেরা : ভবিষ্যৎবাণীকে পরাস্ত করা একজন সফল মানুষ

আপডেটের সময় ০৬:৪০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২

রিপন শান: পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি।  মানুষ চেষ্টা করলে অসাধ্য সাধন সম্ভব।  “অসম্ভব” শব্দটি শুধু বোকাদের অভিধানে থাকে।  প্রমাণ  করেছেন- ভারুচের এখনকার জেলা শাসক তুষার ডি সুমেরা।

রেজাল্ট দেখেই ভবিষ্যদ্বাণী করেছিল স্কুল। এমনকি পাড়াপড়শিরাও। বলেছিল— এ ছেলেকে দিয়ে হবে না কিছু। আত্মীয়-পরিজনদেরও স্থির বিশ্বাস ছিল, বড় হয়ে ছেলে বখে যাবে। ক্লাস টেনে বোর্ডের প্রথম পরীক্ষায় টেনেটুনে পাশমার্ক তুলেছিলেন ভারতের ভারুচের এখনকার জেলা শাসক তুষার ডি সুমেরা। তবে তাকে নিয়ে করা ভবিষ্যৎবাণীর সার্থকতা  মেলেনি।

২০১২ সালে ইউপিএসসি পরীক্ষায় বসে আইএএস হন তুষার। আর এখন তিনি গুজরাটের ভারুচের জেলা শাসক। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটও। সম্প্রতি নিজের ক্লাস টেনের মার্কশিট প্রকাশ করেন তুষার। তার প্রাপ্ত নম্বর দেখে চমকে গিয়েছে সবাই। ইংরেজি, অংক, বিজ্ঞানের মতো বিষয়ে প্রাপ্ত নম্বরে ৩০-এর কোঠাও পেরোতে পারেননি তুষার। ৩৫, ৩৬, ৩৯— এই তার পাওয়া নম্বর। এছাড়া মাতৃভাষাতে পেয়েছিলেন ৪৪। সমাজ শিক্ষায় ৪৫। রেজাল্টে যে দু’টি নম্বর ৬০-এর উপর। তার একটি শারীর শিক্ষা। অন্যটির বিষয় স্পষ্ট নয়।

এমন ছাত্র আইএএস হলেন কীভাবে তা অবশ্য স্পষ্ট করেননি তুষার। তবে তার গল্প আর রেজল্টের ছবি টুইটারে প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়েছে। তাকে বাহবা দিয়ে টুইট করেছিলেন ছত্রিশগড় ক্যাডারের এক সিনিয়র আইএএস অবনীশ শরন। সেখানে অনেকেই মন্তব্য করেছেন বোর্ডের পরীক্ষায় খারাপ নম্বর মানেই ভবিষ্যৎ অন্ধকার ভেবে নেওয়াটা আমাদের ভুল। ভারুচের এখনকার জেলা শাসক তুষার ডি সুমেরা। তবে তাকে নিয়ে করা ভবিষ্যৎবাণী ফেল মেরেছে।

ব্যবস্থাপনা সম্পাদক/ইবিটাইমস