সিমা বেগম, ভোলা সদর প্রতিনিধি: ভোলায় হারানো ১২ টি মোবাইল উদ্ধার করেছে পুলিশ।
গত ১০ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ধরে জেলার বিভিন্ন যায়াগায় অভিযান চালিয়ে এ ১২টি মোবাইল উদ্ধার করে জেলা গোয়ন্দা শাখার পুলিশ সদস্যরা। এর মধ্যে সবকয়টিই স্মার্ট ফোন।
রবিবার (০৬ নভেম্বর ) দুপুরের দিকে ভোলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম (বিপিএম পিপিএম) উদ্ধার হওয়া মোবাইলগুলো মালিকদের হাতে তুলে দেন। এরা হলেন- সদর উপজেলার দঃ দিঘলদী ইউনিয়নের মো.মিলন (৬০),চরসমাইয়া ইউনিয়নের মো. হাসনাইন(২২), বাপ্তা ইউনিয়নের মো. মাইদুল ইসলাম(২৪), ধনিয়া ইউনিয়নের ইব্রাহিম সোহেল(২৮), পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের টুটুল রায় (২১),চরসামাইয়া ইউনিয়নের কামরুল হাসান(৪৭), পৌর আলগীর ইউছুব (৫৪), পুরান যুগীরঘোলের সিমা আক্তার(৩৫), মিলন (৪০), মহাসিন, জরিনা,সৌরভ।
ভোলা জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম পিপিএম জানান, গত ১০ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত জেলার বিভিন্ন যায়াগায় অভিযান চালিয়ে এ ১২টি মোবাইল উদ্ধার করে জেলা গোয়ন্দা শাখার পুলিশ সদস্যরা। এর মধ্যে সবকয়টিই স্মার্ট ফোন। তবে পর্যায়েক্রমে এর সাথে জড়িতদেরও আটকের চেষ্টা চলছে। এদিকে এতো অল্প দিনের ব্যবধানে ১২টি মোবাইল উদ্ধার করায় উদ্ধারকারী দলের পুলিশ সদস্যদের ধন্যবাদ জানান তিনি।
তিনি আরো বলেন, মোবাইল কেনার ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে। দোকান ও ক্রয় রশিদ ছাড়া কোনো মোবাইল বেচা-কেনা থেকে বিরত থাকতে হবে। মোবাইল হারিয়ে গেলে সাথে সাথে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরী করতে হবে। হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধারসহ সাইবার ক্রাইম, সাইবার বুলিং ও তথ্য প্রযুক্তির অপব্যবহার রোধে জেলা পুলিশের পক্ষ থেকে একটি আলাদা ‘সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল’ গঠন করা হয়েছে। এ সেল থেকে সকলকে সেবা নেয়ার জন্য আহবান জানান পুলিশ সুপার।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মো. এনায়েত হোসেন, প্রমূখ।
ভোলা /ইবিটাইমস