ভোলা প্রতিনিধিঃ ভোলায় ইট বোঝাই ট্রলির চাপায় এক গৃহবধূ নিহত হয়েছেন।
রবিবার (৬ নভেম্বর) দুপুরের দিকে ভোলা-ভেদুরিয়া আঞ্চলিক সড়কের এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ অজুফা বিবি (৩৮) সদর উপজেলা ভেদুরিয়া ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ডের মো. আব্দুর রহিমের স্ত্রী এবং ৪ সন্তানের জননী।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির এ তথ্য নিশ্চিত করেন।
ওসি জানান,খবর পেয়ে ঘটনা স্থলের পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
স্থানীয়রা জানান, অটোরিকশা যোগে বাড়ি থেকে ভোলা শহরের উদ্দেশে যাচ্ছিলেন তিনি। এসময় অটোরিকশাটি ঘটনাস্থলে গিয়ে পৌঁছালে পিছন থেকে ইট ভর্তি একটি ট্রলি অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই অজুফা বিবির মৃত্যু হয়।
পুলিশ ট্রলিটি জব্দ করতে পারলেও চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি।
মনজুর রহমান/ইবিটাইমস