ভোলা প্রতিনিধিঃ ভোলার টানা তৃতীয় দিন বন্ধ থাকার পর ভোলা-বরিশাল রুটে স্পিড বোট এবং দুইদিন পর বাস চলাচল শুরু হয়েছে।
শনিবার (৫ নভেম্বর) দুপুর থেকে বাস এবং বিকাল সাড়ে ৩ টা থেকে স্পিডবোট চলাচল শুরু হয়।
এতে দক্ষিনাঞ্চল মানুষের মাঝে ফিরে এসেছে স্বস্তি। ভেতুরিয়া ঘাটে দেখা গেছে, গন্তব্যমুখী যাত্রীদের ভীড়। ঘাট থেকে ছেড়ে যাচ্ছে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে স্পিড বোট। অন্যদিকে বিকাল সাড়ে ৩টার দিকে ভোলা-চরফ্যাশনসহ অভ্যন্তরীন ও দুর পাল্লার রুটে বাসা চলা চল শুরু হয়। এরমধ্যদিয়ে ভোলার সাথে বাইরের জেলাগুলোর যোগাযোগ চালু হয়েছে।
স্পিডবোট মালিক কর্তৃপক্ষ জানায়েছে, যাত্রীদের ভোগান্তির কথা বিবেচনা করে স্পিডবোট চলাচল শুরু করা হয়েছে।এদিকে বিকাল ৫ টার পর থেকে লঞ্চ চলাচলও শুরু হয়েছে।
বাস মালিক সমিতির সাধারন সম্পাদক আবু কামাল আজাদ বলেন,সড়কে অবৈধ থ্রি হুইলার চলাচল করছে। এসব থ্রি হুইলার বন্ধের দাবিতে দুই দিনের জন্য বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। সমিতির সকলের সিদ্ধান্তে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। আজ(শনিবার) ৩ টার কিছুক্ষণ পর থেকে বাস চলছে।
নৌ পথে হঠাৎ করেই লঞ্চ চলাচলের বিষয়ে জানতে চাইলে বিআইডব্লিউটিএ সহকারি পরিচালক শহিদুল ইসলাম বলেন, বিআইডব্লিউটিএ কোনো লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা জারি করেনি। এটা সম্পূর্ন লঞ্চ মালিক সমিতির ব্যাপার।তবে এখন আবার মালিকগনের সিদ্ধান্তেই লঞ্চ ও স্পিড বোট চলাচল শুরু হয়েছে।
উল্লেখ, গত বৃহস্পতিবার থেকে লঞ্চ-স্পিডবোট ও শুক্রবার সকাল থেকে বাস মালিক সমিতির নেতারা ধর্মঘট ডাক দিয়েছে। পূর্ব ঘোষনা ছাড়া ধর্মঘটের ডাক দেয়া বিপাকে পড়েছিলেন যাত্রীরা।
মনজুর রহমান/ইবিটাইমস