লালমোহনে কর্মসংস্থানের লক্ষে ১০ হতদরিদ্র ব্যক্তিকে বিনামূল্যে ভ্যান গাড়ি ও নগদ অর্থ প্রদান

জাহিদ দুলাল, লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ ভোলার লালমোহনে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে ১০ জন হতদরিদ্র ব্যক্তিকে বিনামূল্যে ভ্যান গাড়ি ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। শনিবার সকালে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় উপজেলার আবুগঞ্জ এলাকায় অবস্থিত বেসরকারি উন্নয়ন সংস্থা ‘দ্বীপ উন্নয়ন সোসাইটির’ বাস্তবায়নে এ ভ্যান গাড়ি হতদরিদ্র ব্যক্তিদের কাছে হস্তান্তর করেন দ্বীপ উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক মো. ইউনূছ মিয়া। এসময় দ্বীপ উন্নয়ন সোসাইটির পক্ষ থেকে প্রতিজনকে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা হিসেবে প্রদান করেন তিনি।

সুবিধাভোগী আব্দুল করিম ও লতিফ বলেন, আমরা আগে বিভিন্ন বাড়িতে গিয়ে কাঁচা মাল বিক্রি করতাম। কয়েক মাস আগে আমাদের ভ্যান গাড়ি নষ্ট হয়ে যায়। এতে করে কাজ বন্ধ হয়ে যায়। যার জন্য সংসার চালাতে সমস্যা হতো। এখন বিনামূল্যে ভ্যান গাড়ি ও নগদ টাকা পেয়েছি, এ দিয়ে নতুন করে আবার ব্যবসা শুরু করবো। আশা করছি এরপর থেকে আল্লাহর রহমতে ভালোভাবে চলতে পারবো।

দ্বীপ উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক মো. ইউনূছ মিয়া বলেন, এসব লোকজন হতদরিদ্র। তাদের কর্মসংস্থানের জন্য ভ্যান গাড়ি চেয়ে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের কাছে সহযোগিতার আবেদন করি। ওই আবেদনের প্রেক্ষিতে ১০টি ভ্যান গাড়ি বরাদ্দ হয়। সেসব ভ্যান গাড়ি ও দ্বীপ উন্নয়ন সোসাইটির পক্ষ থেকে প্রতিজনকে নগদ পাঁচ হাজার টাকা করে প্রদান করি। আশা করছি এসব দিয়ে এই দশজনের কর্মসংস্থান সৃষ্টি হবে। তারা পরিবার-পরিজন নিয়ে ভালো থাকতে পারবে।

ভোলা/ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »