ভিয়েনা ০৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ঝালকাঠিতে বাস ও মাইক্রোবাস ধর্মঘটের দ্বিতীয় দিনেও যাত্রীদের ভোগান্তি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:১১:৩২ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২
  • ২০ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি থেকে ছয়টি রুটের ৪৮ ঘণ্টার বাস ও মাইক্রোবাস ধর্মঘটের দ্বিতীয় দিনেও চরম ভোগান্তির শিকার হয়েছেন যাত্রীরা। মহাসড়কে তিন চাকার যানবাহন ও ভাড়ায় মোটরসাইকেল চলাচল বন্ধের দাবিতে এ ধর্মঘটের ডাক দিয়েছেন বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন।

বাস মালিক সমিতির নেতৃবৃন্দ জানান, মহাসড়কে তিন চাকার অবৈধ যানবাহন চলাচল বন্ধের জন্য দীর্ঘদিন ধরে তঁারা প্রশাসনের কাছে দাবি জানিয়ে আসছেন। কিন্তু এর পরেও সড়কে তিন চাকার যানবাহন চলাচল করছে। এই যানবাহন বন্ধ করা না করায় দুই দিনের ধর্মঘটের ডাক দেন তঁারা। এদিকে বিএনপি নেতাদের অভিযোগ, বিএনপির সমাবেশে যাতে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নিতে না পারে এ জন্য যানবাহন বন্ধ করে দেওয়া হয়েছে।

ঝালকাঠি বাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন আহম্মেদ বলেন, মহাসড়কে থ্রি হুইলার বন্ধ করা হয়নি এখনো। তাই আমরা ৪৮ ঘণ্টার জন্য বাস ধর্মঘট পালন করছি। এর পরেও যদি আমাদের দাবি মানা না হয়, পরবর্তীতের আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।

বাধন রায়/ইবিটাইমস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠিতে বাস ও মাইক্রোবাস ধর্মঘটের দ্বিতীয় দিনেও যাত্রীদের ভোগান্তি

আপডেটের সময় ০৯:১১:৩২ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি থেকে ছয়টি রুটের ৪৮ ঘণ্টার বাস ও মাইক্রোবাস ধর্মঘটের দ্বিতীয় দিনেও চরম ভোগান্তির শিকার হয়েছেন যাত্রীরা। মহাসড়কে তিন চাকার যানবাহন ও ভাড়ায় মোটরসাইকেল চলাচল বন্ধের দাবিতে এ ধর্মঘটের ডাক দিয়েছেন বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন।

বাস মালিক সমিতির নেতৃবৃন্দ জানান, মহাসড়কে তিন চাকার অবৈধ যানবাহন চলাচল বন্ধের জন্য দীর্ঘদিন ধরে তঁারা প্রশাসনের কাছে দাবি জানিয়ে আসছেন। কিন্তু এর পরেও সড়কে তিন চাকার যানবাহন চলাচল করছে। এই যানবাহন বন্ধ করা না করায় দুই দিনের ধর্মঘটের ডাক দেন তঁারা। এদিকে বিএনপি নেতাদের অভিযোগ, বিএনপির সমাবেশে যাতে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নিতে না পারে এ জন্য যানবাহন বন্ধ করে দেওয়া হয়েছে।

ঝালকাঠি বাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন আহম্মেদ বলেন, মহাসড়কে থ্রি হুইলার বন্ধ করা হয়নি এখনো। তাই আমরা ৪৮ ঘণ্টার জন্য বাস ধর্মঘট পালন করছি। এর পরেও যদি আমাদের দাবি মানা না হয়, পরবর্তীতের আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।

বাধন রায়/ইবিটাইমস