ভোলায় শিশু সাংবাদিকতায় দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ভোলা প্রতিনিধিঃ ভোলায় অনুষ্ঠিত হয়ে গেল দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা। ইউনিসেফ ও বিডিনিউজটটোয়েন্টিফোর.কমের যৌথ  আয়োজনে জেলা পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতি ও শুক্রবার চলে এ কর্মশালা। এতে জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ২০ জন শিক্ষার্থী অংশগ্রহন করে। দুই দিনের এ প্রশিক্ষণে  সংবাদ লেখার প্রাথমিক ধারনা, সংবাদ লেখা, ভিডিও স্টোরী ও শিশুদের সমস্যা ও সমাধানের উপায়’ এসব বিষয়ে নিয়ে প্রশিক্ষণ দেয়া হয়।

প্রশিক্ষন পরিচালক করেন হ্যালো বিডি নিউজের নির্বাহী সম্পাদক সুলাইমান নিলয়। কর্মশালার শেষ দিন প্রধান অতিথি হিসেবে উপস্তিত থেকে  প্রশিনার্থী শিক্ষার্থীদের মাঝে প্রশিক্ষন সনদ তুলে দেন ভোলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজকের ভোলা সম্পাদক মুহাম্মদ শওকাত হোসেন, প্রশিক্ষণ সমন্বয়কারি ও বিডি নিউজ ভোলা প্রতিনিধি আহাদ চৌধুরি তুহিন, ভোলা প্রেসক্লাব সম্পাদক অমিতাব অপু, দেশটিভি ভোলা প্রতিনিধি ছোটন সাহা।

সমাপনি দিনে অনুষ্ঠান উপস্থাপনা করেন, শিশু সাংবাদিক অহনা আকতার মহিমা।

গত কয়েক বছর ধরে দেশের বিভিন্ন জেলায় শিশুদের অধিকার সুরক্ষায় এ ধরেনের প্রশিক্ষনের আয়োজন করে আসছে বিডি নিউজ।

মনজুর রহমান/ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »