পিরোজপুর প্রতিনিধি: পূর্ব শত্রুতার জেরে পিরোজপুরের ভান্ডারিয়ায় প্রকাশ্যে ইউপি সদস্য মামুন হাওলাদার (৪৫) কুপিয়ে হত্যার ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছেন থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন জেলার কাউখালী উপজেলার জোলাগাতী গ্রামের মৃত আব্দুল আজিজ হাওলাদারের ছেলে মো. মামুন ওরফে টাক মামুন (৪৫) এবং জেলার ভান্ডারিয়া উপজেলার উত্তর ভিটাবাড়িয়া গ্রামের মো. মহিদুল জমাদ্দারের পুত্র মোটর বাইক চালক মোঃ সজল জোমাদ্দার (২৮)। মঙ্গলবার তাদের গ্রেফতার করা হয়েছে।
ভান্ডারিয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. মাসুমুর রহমান বিশ^াস জানান, নিহত মামুনের ছেলে মেহেদী হাসান বাদী হয়ে সোমবার রাতে ১১ জনের নাম উল্লেখ সহ আরও ৪/৫ জনকে অজ্ঞাত করে মোট ১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই দুই জনকে মঙ্গলবার (০১ নভেম্বর) ভোর রাতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। আন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
দায়ের হওয়া মামলার এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার (৩১অক্টোবর) সকাল সাড়ে দশটার দিকে ভান্ডারিয়ারি উপজেলার উত্তর ভিটাবাড়িয়া গ্রামের আজহারিয়া ইসমিয়া দাখিল মাদ্রাসার ২ শত গজ দুরে সড়কে গাছ দিয়ে বেরিকেড দিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জেলার কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মামুন হাওলাদারকে নৃশংসভাবে হত্যা করে। আসামীরা হত্যা নিশ্চিত করে তার লাশ রাস্তায় ফেলে ও বাম পা বিচ্ছিন্ন করে কালভার্টের নিচের ডোবায় ফেলে দেয়।
নিহত মামুন হাওলাদার পাশ্ববর্তী কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের নয় নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য এবং জোলাগাতি গ্রামের মিনহাজ উদ্দিন হাওলাদার এর ছেলে।
এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস