নাজিরপুর উপজেলা চেয়ারম্যান মারা গেছে

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুর উপেজেলা পরিষদের চেয়ারম্যান মাস্টার অমুল্য রঞ্জন হালদার মঙ্গলবার (০১ নভেম্বর) বেলা পৌনে ১২ টার দিকে হৃদক্রিয়া যন্ত্রের কাজ বন্ধ হয়ে পরলোক গমন করেছেন।

নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জিব কুমার দাস জানান, এর আগে গত সোমবার (৩১ অক্টোবর) রাতে উপেজেলা পরিষদের চেয়ারম্যান নিজ বাসভবনে বসে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপেক্স স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মসিউর রহমান জানান, আজ সকালে উপেজেলা পরিষদের চেয়ারম্যানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরামর্শ দিলে পরিবারের পক্ষ থেকে তাকে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৩ বছর। তিনি ২ পুত্র ও ১ কন্যা রেখে গেছেন।

নাজিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের প্রচার সম্পাদক শেখ মো. মোস্তাফিজুর রহমান রঞ্জু জানান, কর্মজীবনে তিনি নাজিরপুর সিরাজুল হক সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। চাকুরীর থেকে অবসরে গিয়ে তিনি নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত হন। তিনি ১৯৯৮ সালে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও পরে উপজেলা আ’লীগের আহ্বায়ক এবং ২০০৮ ও ২০১৯ সালে দুইবার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর-১ আসনের এমপি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এ্যাড. শ.ম রেজাউল করিম, জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়াল, সাধারন সম্পাদক আব্দুল হাকিম হাওলাদার, পিরোজপুর পৌর মেয়র আলহাজ¦ হাবিবুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান সালমা রহমান হ্যাপী ও পিরোজপুর উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান খালেক সহ নাজিরপুর উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »