ভিয়েনা ০১:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৩১:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২
  • ২০ সময় দেখুন

ডেস্ক রিপোর্ট: গত শনিবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রভিন্সের স্ট্রেকস্প্রিট শহরের উজালা এলাকায় রহিম নামের এক বাংলাদেশীকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। দেশে ছুটি কাটিয়ে মাত্র দুই মাস আগে আফ্রিকায় ফিরে গিয়েছিলেন রহিম।

স্থানীয়রা জানান, শনিবার রাতে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করছিলেন রহিম। এ সময় দোকানের ওপরের টিন কেটে কয়েকজন সন্ত্রাসী তার দোকানে প্রবেশ করে। দোকানে প্রবেশের পর সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয়ে দোকানের ভেতরে মারা যান তিনি। রহিমকে হত্যার পর দোকান থেকে সন্ত্রাসীরা নগদ অর্থ ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

নিহত আবদুর রহিম নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের মধ্য কালিকাপুর গ্রামের সেকান্দার মুন্সিবাড়ির আলী আহম্মদের ছেলে। পাঁচ ভাইয়ের মধ্যে রহিম সবার ছোট ছিলেন।

রোববার (৩০ অক্টোবর) সকালে নিহতের বড় ভাই মোহাম্মদ সেলিম মিয়া বলেন, জীবিকার সন্ধানে ১০ বছর আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান আবদুর রহিম। আফ্রিকার উজালা এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন তিনি। পরে সেদেশে বিয়ে করে স্ত্রী ও এক ছেলেসন্তান নিয়ে বসবাস করে আসছিলেন। ছুটিতে আসার পর গত আগস্টে বাড়ি থেকে পুনরায় আফ্রিকায় ফিরে যান রহিম।

২০১৪ সালে দক্ষিণ আফ্রিকায় আবদুর রহিমের আরেক ভাই তরিক উল্যাহকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা

আপডেটের সময় ০৪:৩১:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২

ডেস্ক রিপোর্ট: গত শনিবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রভিন্সের স্ট্রেকস্প্রিট শহরের উজালা এলাকায় রহিম নামের এক বাংলাদেশীকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। দেশে ছুটি কাটিয়ে মাত্র দুই মাস আগে আফ্রিকায় ফিরে গিয়েছিলেন রহিম।

স্থানীয়রা জানান, শনিবার রাতে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করছিলেন রহিম। এ সময় দোকানের ওপরের টিন কেটে কয়েকজন সন্ত্রাসী তার দোকানে প্রবেশ করে। দোকানে প্রবেশের পর সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয়ে দোকানের ভেতরে মারা যান তিনি। রহিমকে হত্যার পর দোকান থেকে সন্ত্রাসীরা নগদ অর্থ ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

নিহত আবদুর রহিম নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের মধ্য কালিকাপুর গ্রামের সেকান্দার মুন্সিবাড়ির আলী আহম্মদের ছেলে। পাঁচ ভাইয়ের মধ্যে রহিম সবার ছোট ছিলেন।

রোববার (৩০ অক্টোবর) সকালে নিহতের বড় ভাই মোহাম্মদ সেলিম মিয়া বলেন, জীবিকার সন্ধানে ১০ বছর আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান আবদুর রহিম। আফ্রিকার উজালা এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন তিনি। পরে সেদেশে বিয়ে করে স্ত্রী ও এক ছেলেসন্তান নিয়ে বসবাস করে আসছিলেন। ছুটিতে আসার পর গত আগস্টে বাড়ি থেকে পুনরায় আফ্রিকায় ফিরে যান রহিম।

২০১৪ সালে দক্ষিণ আফ্রিকায় আবদুর রহিমের আরেক ভাই তরিক উল্যাহকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ