ভোলা প্রতিনিধিঃ ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা ও তেতুঁলিয়া নদীতে মা ইলিশ ধরার অপরাধে ৪১ জেলেকে কারাদন্ড ও ৪ জেলের ১২ হাজার টাকা জরিমান করেছে ভ্রাম্যমান আদালত। এছাড়ারাও ২টি মাছ ধরার ট্রলারসহ ৮ মণ মা ইলিশ জব্দ করা হয়েছে।
বুধবার (২৬ অক্টোবর) ভোলা সদর ও চরফ্যাশন এ জেলা জরিমানা ও ইলিশসহ ট্রলার জব্দ করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লা এ তথ্য নিশ্চিত করে।তিনি বলেন, মা ইলিশ সংরক্ষনের লক্ষে মৎস্যবিভাগের একটি টিম মঙ্গলবার মেঘনা নদীতে অভিযানে নামে। এ সময় মেঘনা নদীর চরফ্যাশনে সামরাজ পয়েন্ট থেকে ২ টি ট্রলার, ৭ মণ ইলিশসহ ৪১ জেলেকে আটক করা হয়।
পরে তাদের ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আঃ মতিন প্রত্যেকের ৭ দিন করে কারাদন্ড দেয়া হয়। জব্দকৃত ইলিশ বিভিন্ন এতিম খানায় বিতরণ করা হয়েছে।
অন্যদিকে অপর অভিযানে ভোলা সদরের তেতুলিয়া নদীর তীরবর্তী চর চটকিমারা পয়েন্ট থেকে আটক ৪ জেলেকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ৭ অক্টোবর থেকে ২৮ অক্টেবর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারী করেছে মৎস্যবিভাগ।
মনজুর রহমান/ইবিটাইমস