লালমোহন ভোলা প্রতিনিধি: ‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’ ও পথ যেনও হয় শান্তির, মৃত্যুর নয়’ প্রতিপাদ্যে ভোলার লালমোহনে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২২ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার সকালে নিরাপদ সড়ক চাই (নিসচা) লালমোহন উপজেলা শাখার আয়োজনে থানার মোড় থেকে সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে বর্ণাঢ্য র্্যালী বের হয়ে পৌর শহরের চৌরাস্তায় এসে সমবেত হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ। বক্তব্যে সড়ক দুর্ঘটনার প্রধান পাঁচটি কারণসহ দুর্ঘটনারোধে সচেতনতামূলক বক্তব্য তুলে ধরেন বক্তারা।
নিরাপদ সড়ক চাই (নিসচা) লালমোহন শাখার উপদেষ্টা কাউন্সিলর জাহিদুল ইসলাম নবীনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও নিসচা’র লালমোহন শাখার উপদেষ্টা জসিম জনি, শামীম রেজাসহ আরও অনেকে।
সালাম সেন্টু/ইবিটাইমস