ভোলা প্রতিনিধিঃ আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি। এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ভোলা সদর ও লালমোহন উপজেলায় পালিন হয়েছে জাতীয় সড়ক নিরাপদ দিবস।
দিবসটি উপলক্ষ্যে ভোলা জেলা পুলিশ ও নিরাপদ সড়ক চাই নেতৃবৃন্দের আয়োজনে বীরশ্রেষ্ট মোস্তফা কামাল বাস টার্মিনালে বাস চালক ও শ্রমিকদের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সিকদারের নেতৃত্বে একটি টিম বাস টার্মিনালে লিফলেট বিতরন শেষে বাস চালক-শ্রমিক ও নেতৃবৃন্দের মাঝে সচেতনতামূলক সভা করে। এতে নিরাপদ সড়ক চাই জেলা কমিটির সদস্য সচিব সোলাইমান মামুন সহ নেত্ববৃন্দ উপস্থিত ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফরহাদ সিকদার বলেন, সড়কে যাতে চালক-শ্রমিকরা ট্রাফিক আইন মেনে চলে সে জন্যে আমরা চালকদের সচেতন করতে লিফলেট বিরতন করছি। আমরা আশা করছি, আগামিতে দুর্ঘটনা কমে আসবে।
নিরাপদ সড়ক চাই জেলা কমিটির সদস্য সচিব সোলাইমান মামুন বলেন, আমরা প্রতিনিয়ত মানুষকে সচেতন করছি। আশা করছি দুর্ঘটনা কমে যাবে।
গত ১০ মাসে জেলায় সড়ক দুর্ঘটনার ঘটনায় মামলা হয়েছে ৮টি।
মনজুর রহমান /ইবিটাইমস