শেখ রাসেল পদক ২০২২ অর্জন করেছে লালমোহনের মেয়ে আনুশকা স্নেহা

ভোলা দক্ষিণ প্রেসক্লাব এর প্রাণঢালা অভিনন্দন 

রিপন শানঃ শেখ রাসেল পদক ২০২২ ব্যক্তিগত ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে লালমোহনের মেয়ে আনুশকা বিনতে মোশারফ স্নেহা । সে লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক হাজী তোফাজ্জল হোসেন এর নাতনী । স্নেহার বাবা মোশারফ হোসেন শিপলু, লালমোহনের সেরা বন্ধু সংগঠন নেক্সাস ৯৩’র বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং চট্টগ্রাম থেকে প্রকাশিত অনলাইন পোর্টাল ভয়েস সিটিজি’র চরফ্যাসন প্রতিনিধি । স্নেহার গর্ভধারিনী মা সামসুন্নাহার স্নিগ্ধা- চরফ্যাসন টি ব্যারেট হাইস্কুলের জনপ্রিয় শিক্ষক , জাতীয়ভিত্তিক বন্ধু সংগঠন ‘আমরা ৯৩’ এর চরফ্যাসন উপজেলার প্রধান সমন্বয়ক ও ভোলা দক্ষিণ প্রেসক্লাব এর সাংগঠনিক সম্পাদক ।
বহুমুখী প্রতিভাবান তরুণী শেখ রাসেল পদক বিজয়ী ভোলার লালমোহনের গর্ব আনুশকা বিনতে মোশাররফ স্নেহার জীবন কর্মের নানান বৃত্তান্ত :
১ # আনুশকা স্নেহা- পিএসসি ২০১০ জেএসসি ২০১৮ এসএসসি ২০২১ এ জিপিএ ৫ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ এবং প্রত্যেকটিতে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত।
২ # পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রমে পারদর্শিতা এবং সাংস্কৃতিক কর্মকান্ডে ক্রেস্ট ও সনদসহ ১৩ টি অর্জন রয়েছে তার।
১# মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ গার্লস গাইড হিসেবে উপজেলা পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপি স্বেচ্ছাসেবক পুরস্কার ২০২০ অর্জন করেছে সে।
২ # জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৭ তে হাইড্রোলিক লিফট তৈরি করে প্রথম স্থান অর্জন করেছে ।
৩ # জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৮ ২০১৯ এ কবিতা আবৃত্তি রবীন্দ্রসংগীত, তাৎক্ষণিক অভিনয়, লোকনৃত্য ইত্যাদিতে প্রথমস্থান সহ একাধিক সনদ অর্জন করেছে ।
৪ # ৩৯ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে অংশগ্রহণ করে বুলডোজার তৈরি করে প্রথম স্থান অর্জন করেছে।
৫ # বিভাগীয় পর্যায়ে শুদ্ধভাবে দলগত জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে।
৬# জেলা পর্যায়ে জাতীয় নজরুল সম্মেলন ২০১৯ আবৃত্তি প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছে।
৭ # ২০১৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত প্রতিবছর উপজেলা এবং জেলা পর্যায়ে  জেলা শিশু একাডেমীর আয়োজনে ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে একাধিকবার প্রথম স্থান অর্জন করেছে।
৮ # ২০১৮ সাল থেকে যুব রেড ক্রিসেন্ট চরফ্যাশন উপজেলা ইউনিটের সদস্য হিসেবে উপজেলা সদর সরকারি হাসপাতালে করোনা ভ্যাকসিন প্রদানে সশরীরে সহায়তা করেছে সে  ।
৯ # ২০১৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ব্র্যান্ডের টিম লিডার হিসেবে নেতৃত্ব দিয়েছে সে ।
১০ # ২০২০ সালে ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও কোভিড ১৯ স্বাস্থ্য পরিচর্যায় প্রথম স্থান অর্জন করে আনুশকা বিনতে মোশারফ স্নেহা ।
শেখ রাসেল পদক বিজয়ী ভোলার চরফ্যাসনের ফাতেমা মতিন মহিলা কলেজের মেধাবী ছাত্রী আনুশকা বিনতে মোশারফ স্নেহা আনন্দের সাথে বলেন-
গোল্ডমেডেল পাওয়াটা সবার জীবনে আনন্দের । তেমনি আমার জীবনেও অনেক আনন্দ বয়ে এনেছে । আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে । শেখ রাসেল দিবসের সাথে জড়িত সকল গুণীজনকে আমার নানা নানু দাদা-দাদি বাবা-মা সহ সকল শিক্ষাগুরুকে আমি আমার এই পুরস্কার উৎসর্গ করলাম ।
এদিকে, ভোলা দক্ষিণ প্রেসক্লাব এর সাংগঠনিক সম্পাদক ও ইউরো সমাচারের ভোলা দক্ষিণ প্রতিনিধি সামসুন্নাহার স্নিগ্ধা ও নির্বাহী সদস্য ও ভয়েস সিটিজির চরফ্যাসন প্রতিনিধি মোশাররফ হোসেন শিপলুর গুণীকন্যা আনুশকা স্নেহাকে অভিনন্দন জানিয়েছেন- ভোলা দক্ষিণ প্রেসক্লাব সভাপতি ও ইউরো বাংলা টাইমসের ম্যানেজিঙ্ এডিটর শাহাবুদ্দিন রিপন শান, সাধারণ সম্পাদক ও ইউরো বাংলা টাইমসের চরফ্যাসন উপজেলা প্রতিনিধি শহিদুল ইসলাম জামাল মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক যায়যায়দিন এর চরফ্যাসন প্রতিনিধি মাঈনুদ্দিন জমাদার, ভোলা দক্ষিণ প্রেসক্লাব এর সহসাংগঠনিক সম্পাদক ও সিএনএন বাংলা টিভির ভোলা জেলা প্রতিনিধি মেহেদী হাসান মোরশেদ, সহসাংগঠনিক সম্পাদক ও টিটিভি অনলাইনের ব্যবস্হাপনা সম্পাদক তসলিম আখন, তথ্য ও গবেষণা সম্পাদক- এশিয়ান টেলিভিশনের ভোলা দক্ষিণ প্রতিনিধি  ইলিয়াস আহমেদ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও দৈনিক আজকের পত্রিকার বোরহানউদ্দিন প্রতিনিধি সাইফুল ইসলাম আকাশ, অনুষ্ঠান সম্পাদক মুরাদ, সমাজকল্যাণ ও জন সংযোগ সম্পাদক জসিম মাতাব্বর, দপ্তর সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম মামুন হোসাইন,   নারী ও শিশুকল্যাণ সম্পাদক- দৈনিক বাংলাদেশ সমাচার এর ভোলা জেলা প্রতিনিধি সীমা বেগম , নির্বাহী সদস্য এমরান হাসান আলীম, মিজান পাটোয়ারী, ইশতিয়াক আহমেদ, নিয়াজ মাহমুদ জয় প্রমুখ।
ব্যবস্থাপনা সম্পাদকইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »