পিরোজপুরে সমাজ সেবার কর্মী পদে পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে যুবক আটক

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে সমাজসেবার ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ পরীক্ষায় প্রক্সি হিসেবে পরীক্ষা দিতে গিয়ে মো: জুবায়ের হোসেন নামের এক পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। আটককৃত জুবায়ের নাটেরের গুরুদাসপুর উপজেলার নাজিরহাট মোল্লাপাড়া এলাকার মো: আরশেদ  আলীর পুত্র।

শুক্রবার (২১ অক্টোবর) বেলা ১১ টায় পরীক্ষা চলাকালীন সময়ে তাকে পিরোজপুর পিটিআই কেন্দ্র থেকে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ওই পিটিআই (প্রথমিক শিক্ষক প্রশিক্ষন কেন্দ্র) সুপারিনটেনডেন্ড মোল্লা ফরিদ আহম্মেদ।

তিনি আরো জানান, আমাদের এই সেন্টারে ৪৫০ জনের মধ্যে ১৩৩ জন পরীক্ষার্থী অংশগ্রহন করেছে। আমরা প্রক্সি পরীক্ষার্থীকে বহিষ্কার করেছি। আমরা সবকিছু মিলিয়ে দেখলে হাতের লেখা ও বিভিন্ন দিক থেকে তাকে ভূয়া পরীক্ষার্থী হিসেবে চিহ্নিত করেছেন সদর উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম জাহান। সে অন্য একজনের পরীক্ষা দিতে আসছিল যা আমরা প্রথমে বুঝতে না পারলেও পরে বুঝতে পারায় বহিষ্কার করে থানায় হস্তান্তর করেছি।

সদর উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম জাহান বলেন, আজ এনএসআই এর তথ্যের ভিত্তিতে আমি পিটিআই এর একটি কক্ষেক্ষ ম্যাজিষ্ট্রেট হিসেবে সব পরীক্ষার্থীকে করে দেখছিলাম। তখন এক প্রক্সি পরীক্ষার্থীকে আমরা পেয়েছি। পরীক্ষার্থীকে আটক করে হল সুপার মামলা দায়ের করলে তাকে পুলিশে হস্তান্তর করা হয়েছে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »