চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: দীর্ঘ এক যুগের ও বেশী সময় ধরে ভোলার চরফ্যাশন উপজেলার আছলামপুর ও ওমরপুরের ইউপি নির্বাচন বন্ধ থাকার ২০ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে ওই দু’ ইউপি নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়েছে। চরফ্যাসন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, আগামী ২৮ নভেম্বর ইভিএম পদ্ধতিতে ভোট অনুষ্ঠিত হবে। এদিকে নির্বাচনের তফসিল ঘোষনার পর ওমরপুর ও আছলামপুরের বিভিন্ন হাট বাজারে আনন্দ মিছিল করা হয়েছে।
নির্বাচন অফিস সূত্রে জানাযায়, গত ২০১১ সনে আছলামপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ২০১৪ সনে আছলামপুর ইউনিয়ন বিভাজন করে ওমরপুর নামে নতুন ইউনিয়ন রুপান্তরিত হয়।
আগামী ৬ নভেম্বর মনোয়ন পত্র দাখিল, বাছাই ৭ নভেম্বর, ১২ নভেম্বর প্রত্যাহার এবং ২৮ নভেম্বর ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন করা হবে বলে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানানো হয়েছে।
আছলামপুর ইউপিতে পুরুষ ভোটার সংখ্যা ৬ হাজার ৫২৭ এবং ৫৪০৪ জন মহিলা ভোটার ওই দিন ভোট প্রয়োগ করতে পারবেন।
এদিকে ওমরপুর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৫ হাজার ১৭৩ জন।
জামাল মোল্লা/ইবিটাইমস