সুনাইরা নাজিমঃ ভালবাসা পাগলামি, আবেগী তুমি আমি!
কখনো বনফুল, ছন্দময় প্রেমের মুকুল!
কখনো উড়ন্ত প্রজাপতি,
কখনো শান্ত নিরবধি।
ভালবাসা,সেতো চঞ্চলা ফড়িং,
উড়ে উড়ে বেড়াই ঘুরে।
নৃত্য করে সে তো হৃদয় জুড়ে।
ভালবাসা কখনো উতলা ঢেউ,
কখনো বা অবুঝ পাখি
বুঝেও বুঝে না কেউ!
ভালবাসা কখনো কোমল, কখনো কঠিন।
তবুও ভালবাসা হোক প্রতিটি দিন।
ঘুঁচে যাক ভালবাসা নামে
সকল মিথ্যে আর ভন্ডামি,
জয় হোক ভালবাসার,
ভালবাসা হোক সবচেয়ে দামি!!
কবি সুনাইরা নাজিম, চট্রগ্রাম