ভিয়েনা ০৩:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে নেয়া হচ্ছে ওসমান হাদির মরদেহ শহীদ ওসমান হাদির মরদেহ বহনকারী ফ্লাইট দেশে অবতরণ করেছে লালমোহন পৌরসভার সাবেক মেয়র তুহিন গ্রেফতার হাদীর খুনিদের গ্রেপ্তারের দাবিতে টাঙ্গাইলে জামায়াতে বিক্ষোভ মিছিল ভোলা-৩ আসনে বিএনপি প্রার্থী হাফিজের মনোনয়ন ফরম সংগ্রহ সড়ক নির্মাণে অনিয়ম! বন্ধ থাকা কাজ শুরু করলেও জানেনা অফিস কর্তৃপক্ষ বেগম খালেদা জিয়াকে নিয়ে আমরা আশাবাদী, তিনি সুস্থ হয়ে উঠবেন : ডা. জাহিদ ভোলা-৩ আসনে বিডিপি প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ নয়ানীগ্রাম যুব তাফসীর কমিটির উদ্যোগে দুই দিনের ইসলামী মহা সম্মেলন টাঙ্গাইলে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার

রূপপুর প্রকল্পে দ্বিতীয় ইউনিটের পারমাণবিক চুল্লি স্থাপন বুধবার, ভিডিও কনফারেন্সে থাকবেন প্রধানমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:১৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২
  • ২৬ সময় দেখুন

মোঃ নাসরুল্লাহ, ঢাকা:  রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের রিয়্যাক্টর প্রেসার ভেসেল (পারমানবিক চুল্লি) স্থাপন কার্যক্রম শুরু হবে বুধবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সকাল ১০টায় গণভবন থেকে ভার্চূয়াল মাধ্যমে যুক্ত হয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাশিয়ার পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, ‘এখন পর্যন্ত প্রকল্পের কাজ নির্ধারিত সময় অনুযায়ী এগুচ্ছে। নিদিষ্ট সমযের মধ্যে কাজ শেষ করতে অঙ্গীকারাবদ্ধ। বলেন, আমাদের পাশাপাশি যারা কিনবে তাদেরও প্রস্তুত থাকতে হবে।’ এসময় সঞ্চালন লাইনের প্রস্তুতির বিষয়ে মন্ত্রী কোনো মন্তব্য করতে রাজি হননি।

প্রকল্পের অর্থ বিনিময় প্রসঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী বলেন, ‘লেনদেন নিযে কোনো সমস্যা নেই। ইআরডি এই সমস্যার সমাধান করছে। এজন্য প্রকল্পের কাজ থেমে নেই। আমরা এরই মধ্যে দুই কিস্তি পরিশোধ করেছি।’

প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর বলেন, দ্রুততম সময়ের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের জন্য কাজ করছি। এরই মধ্যে প্রথম ইউনিটের ৭৫ ভাগ ভৌত-অবকাঠামো কাজ সম্পন্ন হয়েছে। একই সঙ্গে দ্বিতীয় ইউনিটের কাজও দ্রুতগতিতে এগিয়ে নেয়ায় এখন রি-অ্যাক্টর প্রেশার ভেসেল স্থাপন হচ্ছে। প্রতিটি যন্ত্র সর্বোচ্চ পরীক্ষা-নিরীক্ষার ধাপ পেরিয়ে নকশা অনুযায়ী বসানো হচ্ছে। এজন্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সনদ নিতে হয়েছে।

এর আগে ২০২১ সালের ১০ অক্টোবর ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম ইউনিটের পারমাণবিক চুল্লি স্থাপন উদ্বোধন করেছিলেন।

রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের ইতিহাসে আর্থিক দিক দিয়ে সবচেয়ে বড় প্রকল্প। রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা রোসাটমের সহযোগিতায় এই কেন্দ্র নির্মান হচ্ছে। চুক্তি অনুযায়ী থার্ড প্লাস জেনারেশনের ভিভিআর-১২০০ মডেলের রিঅ্যাক্টর বসবে রূপপুরে। সব ঠিক থাকলে দুটি ইউনিট থেকে ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে। ২০২৫ সালের ডিসেম্বরে প্রকল্প শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ঢাকা/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে নেয়া হচ্ছে ওসমান হাদির মরদেহ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রূপপুর প্রকল্পে দ্বিতীয় ইউনিটের পারমাণবিক চুল্লি স্থাপন বুধবার, ভিডিও কনফারেন্সে থাকবেন প্রধানমন্ত্রী

আপডেটের সময় ১২:১৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২

মোঃ নাসরুল্লাহ, ঢাকা:  রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের রিয়্যাক্টর প্রেসার ভেসেল (পারমানবিক চুল্লি) স্থাপন কার্যক্রম শুরু হবে বুধবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সকাল ১০টায় গণভবন থেকে ভার্চূয়াল মাধ্যমে যুক্ত হয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাশিয়ার পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, ‘এখন পর্যন্ত প্রকল্পের কাজ নির্ধারিত সময় অনুযায়ী এগুচ্ছে। নিদিষ্ট সমযের মধ্যে কাজ শেষ করতে অঙ্গীকারাবদ্ধ। বলেন, আমাদের পাশাপাশি যারা কিনবে তাদেরও প্রস্তুত থাকতে হবে।’ এসময় সঞ্চালন লাইনের প্রস্তুতির বিষয়ে মন্ত্রী কোনো মন্তব্য করতে রাজি হননি।

প্রকল্পের অর্থ বিনিময় প্রসঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী বলেন, ‘লেনদেন নিযে কোনো সমস্যা নেই। ইআরডি এই সমস্যার সমাধান করছে। এজন্য প্রকল্পের কাজ থেমে নেই। আমরা এরই মধ্যে দুই কিস্তি পরিশোধ করেছি।’

প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর বলেন, দ্রুততম সময়ের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের জন্য কাজ করছি। এরই মধ্যে প্রথম ইউনিটের ৭৫ ভাগ ভৌত-অবকাঠামো কাজ সম্পন্ন হয়েছে। একই সঙ্গে দ্বিতীয় ইউনিটের কাজও দ্রুতগতিতে এগিয়ে নেয়ায় এখন রি-অ্যাক্টর প্রেশার ভেসেল স্থাপন হচ্ছে। প্রতিটি যন্ত্র সর্বোচ্চ পরীক্ষা-নিরীক্ষার ধাপ পেরিয়ে নকশা অনুযায়ী বসানো হচ্ছে। এজন্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সনদ নিতে হয়েছে।

এর আগে ২০২১ সালের ১০ অক্টোবর ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম ইউনিটের পারমাণবিক চুল্লি স্থাপন উদ্বোধন করেছিলেন।

রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের ইতিহাসে আর্থিক দিক দিয়ে সবচেয়ে বড় প্রকল্প। রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা রোসাটমের সহযোগিতায় এই কেন্দ্র নির্মান হচ্ছে। চুক্তি অনুযায়ী থার্ড প্লাস জেনারেশনের ভিভিআর-১২০০ মডেলের রিঅ্যাক্টর বসবে রূপপুরে। সব ঠিক থাকলে দুটি ইউনিট থেকে ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে। ২০২৫ সালের ডিসেম্বরে প্রকল্প শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ঢাকা/ইবিটাইমস/আরএন