ভোলায় অভিযান চালিয়ে জাল, মা ইলিশ ও ৫টি ইঞ্জিন চালিত ট্রলার জব্দ, ৫ জেলেকে জরিমানা

ভোলা প্রতিনিধিঃ ভোলার চরফ্যাশনের মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে জাল মাছ ধরার ট্রলার ও মা ইলিশসহ ৫ জেলেকে আটক করেছেন কোস্টগার্ড। এসময় ১২লক্ষ ৫০ হাজার মিটার সুতার জাল ৮০ কেজি মা ইলিশ ও ৫টি ইঞ্জিন চালিত ট্রলার জব্দ করা হয়।

মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার চরকচ্চপিয়া, চরহাসিনা, মাইনকার ঠোডা, আটকপাট, চরফারুকী, চরপাতিলাসহ বিভিন্ন পয়েন্ট থেকে তাদেরকে আটক ও জব্দ করা হয়।

ভোলা দক্ষিণ জোনের কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা শাফিউল কিঞ্জল প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

সারা দেশে ২২ দিনের জন্য ইলিশ আহরন পরিবহন ক্রয় ও বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে। অবৈধ ভাবে কতিপয় জেলে মা ইলিশ আহরন করার দায়ে অভিযান চালিয়ে মা ইলিশ, ইঞ্জিন চালিত ট্রলার, সুতার জাল ও জেলেদের আটক করা হয়। পরে চরফ্যাশন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবদুল মতিন খান ভ্রম্যমান আদালত পরিচালনা করে নিলামের মাধ্যমে জব্দকৃত ৫টি ট্রলার বিক্রি করা হয় এবং আটককৃত ৫জন জেলেকে জরিমানা করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দকৃত মাছ স্থানীয় বিভিন্ন এতিম খানা ও গরীব দুস্থদের মধ্যে বিতরন করা হয়।

মনজুর রহমান/ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »