ভোলা প্রতিনিধিঃ ভোলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল দিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে ভোলা সদরের উত্তর দিঘলদী ইউনিয়নের শহীদ সালাম মাধ্যমিক বিদ্যালয় ও ৭০ নং উত্তর দিঘলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নানা কর্মসূচীর মধ্যদিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।
এসব কর্মসূচীর মধ্যে ছিলো কেক কাটা, আলোচনাসভা ও দোয়া মোনাজাতের আয়োজন।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি তাজুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক লুৎফুল আলম, সহ সভাপতি নজরুল ইসলাম, অভিভাবক সদস্য আঃ জলিল, সহকারি শিক্ষক রফিকুল ইসলামসহ বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
দিবসটি উপলক্ষ্যে শহীদ সালাম মাধ্যমিক বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব কক্ষে অনুষ্ঠিত হয় দোয়া-মোনাজাত ও আলোচনা সভা।
এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরক কুমার সরকার সভাপতিত্ব করেন। এছাড়াও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, সহকারি শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও জেলার বিভিন্ন শিক্ষা প্ররতিষ্ঠান দিবসটি উদযাপন করে।
মনজুর রহমান/ইবিটাইমস