চরফ্যাসনে মোটরসাইকেল দূর্ঘটনায় ৭ম শ্রেণির দুই ছাত্র নিহত

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধিঃ  ভোলার চরফ্যাসনে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে দাড়িয়ে থাকা মালবাহী ট্রাকের সাথে ধাক্কা লেগে ৭ম শ্রেণির ছাত্র রাশেদ ও ইসমাইল নিহত হয়েছেন।ওই দূর্ঘটনায় অপর ছাত্র আরমান গুরুতর আহত হয়েছেন।

গত পরশু শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় চরফ্যাসন-দুলারহাট সড়কের বসরত উল্যাহ’র চৌমুহনী এলাকায় এই দূর্ঘটনা ঘটেছে। হতাহতরা সবাই চরফ্যাসনের কচুখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী। ও নিহত রাশেদ উপজেলার আমিনাবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মোঃ নসু কসাইর ছেলে এবং ইসমাইল ওই গ্রামের বেল্লাল হোসেনের ছেলে। গুরুতর আহত আরমান বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্বজনদের সূত্রে জানাগেছে, শনিবার সন্ধ্যায় তিন কিশোর বন্ধু মোটরসাইকেল যোগে দুলারহাট যাচ্ছিলেন। দূর্ঘটনাস্থল বসরত উল্লাহ চৌমুহনী এলাকায় এলে তাদের দ্রæতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে দাড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাকের পিছনে স্বজোরে ধাক্কা দেয়। এতে তাদের বহনকারী মোটরসাইকেলটি ধুমড়েমুছরে রাস্তার পাশে ছিটকে পড়ে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তিজনকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রাশেদকে মৃত বলে জানান।গুরুতর আহত অবস্থায় ইসমাইল ও আরমানকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার দুপুরে ইসমাইল মারা যান। অপর ছাত্র আরমান শেবাচিমে চিকিৎসাধীন আছেন।

চরফ্যাসন থানার ওসি মোহাঃ মোরাদ হোসেন জানান,দূর্ঘটনার পর রাশেদ নামের এক যুবকের মৃত্যু হয়। এবং রোববার বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত ইসমাইলের মৃত্যু হয়েছে। নিহতদের পরিবারের কোন অভিযোগ না থাকায় অপমৃত্যু মামলা দায়ের করে মরদেহ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।

শহিদুল ইসলাম জামাল/ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »