পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় ৬ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছেন এলাকাবাসী। শনিবার (১৫ই অক্টোবর) দুপুরে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের সোনাখালী বাজার থেকে ওই অজগর সাপ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন দুপুরে উপজেলার সোনাখালি বাজার সংলগ্ন খালে মাছ ধরার জালে সাপটিকে আটককে পড়া অবস্থায় দেখেন স্থানীয় আবু হানিফ। সাপটি উদ্ধারের পরে সেটি স্থানীয়দের কাছে রয়েছে। পরে আবু হানিফ উপজেলা বন কর্মকর্তা সেলিম হোসেনের সাথে যোগাযোগ করেন।
মঠবাড়িয়া উপজেলা বন কর্মকর্তা সেলিম হোসেন বলেন, স্থানীয় ভাবে আমাকে সাপটি উদ্ধারের বিষয়ে জানানো হয়েছে।
মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উর্মি ভৌমিক বলেন, আমি স্থানীয়ভাবে সাপটি উদ্ধারের বিষয়টি জানতে পেরেছি। পরে বন কর্মকর্তাকে ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।
এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস