কবিতায় পদক্ষেপ বাংলাদেশ পুরস্কার পেয়েছেন কবি গোলাম কিবরিয়া পিনু

রিপন শানঃ বহুমাত্রিক সৃজনে পথচলার আনন্দে, মুক্তিযুদ্ধের বলিষ্ঠ মূল্যবোধে উজ্জীবিত জাতীয় সামাজিক সাংস্কৃতিক সংগঠন পদক্ষেপ বাংলাদেশ কবিতা, কথাসাহিত্য, শিশুসাহিত্য, আবৃত্তি, সাংবাদিকতাসহ বিভিন্ন মাধ্যমে অবদান রাখার জন্য স্ব স্ব ক্ষেত্রের ১৮ বিশিষ্টজনকে পদক্ষেপ পুরস্কার দিয়েছে। ২০১৯, ২০২০ এবং ২০২১ সালে পদক্ষেপ পুরস্কার দেওয়া হয়। কবিতায় পদক্ষেপ বাংলাদেশ পুরস্কার ২০২১ পেয়েছেন প্রকৃতি ও প্রগতির কবি গোলাম কিবরিয়া পিনু । তিনি বাংলাদেশ প্রগতি লেখক সংঘের সফল সভাপতি ।
১৪ অক্টোবর ২০২২ রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
পদক্ষেপ বাংলাদেশ-এর সভাপতি বাদল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন মঞ্চসারথি আতাউর রহমান। প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
পুরস্কার পেয়েছেন : ২০১৯ পদক্ষেপ পুরস্কার পেয়েছেন কবি মাকিদ হায়দার (কবিতা), দিলারা মেসবাহ (কথাসাহিত্য), ইমরুল চৌধুরী (শিশুসাহিত্য), ভাস্বর বন্দ্যোপাধ্যায় (আবৃত্তি), কাজী রফিক (সাংবাদিকতা), আজিজুর রহমান(চিত্রকলা)। ২০২০ সালের পদক্ষেপ পুরস্কার পেয়েছেন বিমল গুহ (কবিতা), পারভেজ হোসেন (কথাসাহিত্য), আখতার হুসেন (শিশুসাহিত্য), মীর বরকত (আবৃত্তি), বিভুরঞ্জন সরকার (সাংবাদিকতা), মানব চন্দ্র দাস (প্রকাশনা)।
২০২১ সালে পরুস্কারপ্রাপ্তরা হলেন- গোলাম কিবরিয়া পিনু (কবিতা), সারওয়ার-উল-ইসলাম (শিশুসাহিত্য), মো. আহ্কাম উল্লাহ্ (আবৃত্তি) আল আজাদ (সাংবাদিকতা) এবং রেদাওয়ানুর রহমান (প্রকাশনা)।
অনুষ্ঠান পরিচালনা করেন পদক্ষেপ বাংলাদেশের সাধারণ সম্পাদক জান্নাতুন নিসা। দেশের সৃজনশীল অঙ্গনের গুণীজনদের উপস্হিতিতে টইটম্বুর ছিল পদক্ষেপের প্রতিষ্ঠাবার্ষিকীর অনন্য অনুষ্ঠান ।
এদিকে কবি গোলাম কিবরিয়া পিনুসহ পদক্ষেপ পুরস্কারপ্রাপ্ত সকল গুণীকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে- বাংলাদেশ রোদসী কৃষ্টিসংসার, জাতীয় কবিতা পরিষদ ভোলা, কবিসংসদ বাংলাদেশ, স্বপ্নকু্ড়ি , ভোলা আবৃত্তি সংসদ, উখিয়া সাহিত্য একাডেমি, উপকূল সাহিত্য সংসদসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
ব্যবস্থাপনা সম্পাদক/ ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »