নাজিরপুরে বীর মুক্তিযোদ্ধাদের স্মার্ট কার্ড ও সনদ প্রদান

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে বীর মুক্তিযোদ্ধাদের স্মার্ট কার্ড ও সনদ প্রদান করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আব্দুল লতিফ, উপজেলা কৃষকলীগের আহŸায়ক বীর মুক্তিযোদ্ধা এসএম নজরুল ইসলাম বাবুল, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান প্রমুখ।

এ সময় উপজেলার ২৫৫ জন জীবিত বীর মুক্তিযোদ্ধাকে সনদ ও স্মার্ট কার্ড এবং ২১৩ জন মৃত বীর মুক্তিযোদ্ধাকে সনদ প্রদান করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ওই স্মার্ট কার্ডের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধারা দেশের সকল সরকারী হাসপাতালে বিনা টাকায় চিকিৎসার সকল সুযোগ, সরকারী যানবাহনে ভাড়া মওকুফ সহ বিনা টাকায় সরকারী সকল সেবা পাওয়া নিশ্চয়তা প্রদানে ওই কার্ড প্রদান করা হয়েছে। এ ছাড়া সনদের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধাদের সকল তথ্য পাওয়ার ব্যবস্থা রয়েছে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »