ভোলা জেলা প্রতিনিধিঃ ভোলায় আবারও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিনিই গড়ে-২-৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগীরা হাসপাতালে ভর্তি হচ্ছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও ৩ জন রোগী।
গত এক সপ্তাহে ভোলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছে ২১ জন রোগী। এ পর্যন্ত চিকিৎসা নিয়েছেন ৬০ জন। হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ইউনিট না খোলায় অন্য রোগীদরন এ রোগ ছড়িয়ে পড়ার আশংকা রয়েছে।
ডেঙ্গু আক্রান্ত রোগী মেঃ রাসেল বলেন, গত সপ্তাহে ঢাকা থেকে ভোলার আসার পর থেকে তিনি অসুস্থ্য। এরপর পরীক্ষা করে ডেঙ্গু সনাক্ত হয়।
আরেক রোগী ছিদ্দিক বলেন, তিনি চট্রগ্রাম থেকে আসার পর ডেঙ্গুতে আক্রান্ত। হাসপাতালে ৩ দিন ধরে ভর্তি আছেন তিনি।
ভোলা ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক ডাঃ মুহাম্মদ মনিরুল ইসলাম বলেন, হাসপাতালে রোগীদের চাপ বাগছে, তবে আমরা রোহীদের প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে যাচ্ছি। স্থান সংকুলন না থাকায় আদালা ইউনিট খোলা হয়নি। দু’একদিনের মধ্যে আলাদা ইউনিট খোলা হবে।
ভোলার সিভিল সার্জন ডাঃ কেএম সফিকুজ্জামান বলেন, ডেঙ্গু বাগণেও হাসপাতালগুলোতে পর্যপ্ত চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব হলে এটি নির্মূল করা সম্ভব। এ জন্য মানুষকে আরও সচেতন হতে হবে।
আবহাওয়া পরিবর্তন এবং ঢাকা থেকে আগত মানুষ থেকে এ রোগীটি দ্রুত ছড়িয়ে পড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞতা। তাই মানুষকে সচেতনতার পাশাপাশি ডেঙ্গু বিস্তার রোধে ব্যবস্থা নেয়া জরুরি বলে মনে করছেন সচেতনমহল।
মনজুর রহমান/ইবিটাইমস