ডেস্ক রিপোর্ট: দুধ দিয়ে গোসল করে ‘রাজনীতিকে বিদায়’ জানালেন কিশোরগঞ্জের পাকুন্দিয়ার ছাত্রলীগ নেতা মো. আরমিন আহমেদ। নবগঠিত কমিটিতে কাঙ্ক্ষিত পদ না পেয়ে তিনি এই সিদ্ধান্ত নেন। যদিও পরে দাবি করেন, রাজনীতির ইতি টানলাম, তবে পদত্যাগ করিনি।’
বৃহস্পতিবার রাত ১০টার দিকে দুধ দিয়ে গোসল করে ‘রাজনীতি থেকে বিদায়’ জানানোর ঘোষণা দেন আরমিন। সেই ভিডিও পোস্ট করেন নিজের ফেসবুক আইডিতে। মুহূর্তেই সেটি ছড়িয়ে পড়ে।
আরমিন আহমেদ পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগে নব গঠিত কমিটির ১ নম্বর সহসভাপতি ও পাকুন্দিয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।
জানা গেছে, দীর্ঘ ১২ বছর পর গত বুধবার পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পর ছাত্রলীগ নেতা আরমিন আহমেদ তাঁর ফেসবুক পোস্টে লেখেন, ‘১২ বছর ছাত্রলীগ থেকে আমার অর্জন সাতটি মামলার আসামি, গত এক বছর পুলিশের হয়রানি। শূন্য পকেটে দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে বিদায় নিলাম।’
পোস্টে আরমিন আরও লেখেন, ‘ছাত্রদল থেকে আগত, বিএনপি পরিবার থেকে আগত কারও কাছে আত্মসমর্পণের চেয়ে, বিদায় নেওয়া বেটার সিদ্ধান্ত। রাজনীতিটা বুক দিয়ে নয়, আবেগ দিয়ে করেছি। আবেগে ভেজালের স্থান নেই।’
ডেস্ক/ইবিটাইমস/এমএইচ