ভিয়েনা ১০:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ঢাবিতে আবরার ফাহাদ স্মরণসভায় ছাত্রলীগের হামলা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০২২
  • ৯ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত সভায় ছাত্রলীগের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ উঠেছে।

শুক্রবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

ছাত্রলীগ কর্তৃক হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করেছেন আবরার ফাহাদ স্মৃতি সংসদের আহ্বায়ক আখতার হোসেন।

তিনি বলেন, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী স্মরণ সভা শুরুর পরপরই প্রক্টরিয়াল টিমের উপস্থিতে আমাদের ওপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে অন্তত ১০ জন আহত ও দুজন গুরুতর আহত হয়েছে। আহতদের ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। তিনি বলেন, আমরা কোনো দলীয় ব্যানারে এ প্রোগ্রাম করিনি। আমরা প্রোগ্রাম করেছি আবরার ফাহাদ স্মৃতি সংসদের ব্যানারে। আমরা এই ন্যাক্কারজনক হামলায় ধিক্কার জানাই।

হামলার ঘটনায় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব খান বলেন, ‘তারা ক্যাম্পাসে বহিরাগত, মৌলবাদীদের নিয়ে কর্মসূচি পালন করে। আমরা তাদের জিজ্ঞেস করতে আসি, তাঁরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কি-না। এ সময় তাঁরা কিছু না দেখিয়ে আমাদের ওপর হামলা করে। পরে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তাদের প্রতিরোধ করে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘এ ঘটনার কথা শুনে আমরা সব জায়গায় টিম পাঠিয়েছি। মেডিকেলেও অলরেডি প্রক্টরিয়াল টিমের সদস্যরা আছেন। আমরা সকলের সহযোগিতা চাচ্ছি। ক্যাম্পাসে এ ধরনের ঘটনা দুঃখজনক।’ এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ঠিক রেখে অন্যান্য কার্যক্রম করার অনুরোধ করেন।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঢাবিতে আবরার ফাহাদ স্মরণসভায় ছাত্রলীগের হামলা

আপডেটের সময় ০৬:১১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০২২

ঢাকা প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত সভায় ছাত্রলীগের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ উঠেছে।

শুক্রবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

ছাত্রলীগ কর্তৃক হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করেছেন আবরার ফাহাদ স্মৃতি সংসদের আহ্বায়ক আখতার হোসেন।

তিনি বলেন, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী স্মরণ সভা শুরুর পরপরই প্রক্টরিয়াল টিমের উপস্থিতে আমাদের ওপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে অন্তত ১০ জন আহত ও দুজন গুরুতর আহত হয়েছে। আহতদের ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। তিনি বলেন, আমরা কোনো দলীয় ব্যানারে এ প্রোগ্রাম করিনি। আমরা প্রোগ্রাম করেছি আবরার ফাহাদ স্মৃতি সংসদের ব্যানারে। আমরা এই ন্যাক্কারজনক হামলায় ধিক্কার জানাই।

হামলার ঘটনায় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব খান বলেন, ‘তারা ক্যাম্পাসে বহিরাগত, মৌলবাদীদের নিয়ে কর্মসূচি পালন করে। আমরা তাদের জিজ্ঞেস করতে আসি, তাঁরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কি-না। এ সময় তাঁরা কিছু না দেখিয়ে আমাদের ওপর হামলা করে। পরে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তাদের প্রতিরোধ করে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘এ ঘটনার কথা শুনে আমরা সব জায়গায় টিম পাঠিয়েছি। মেডিকেলেও অলরেডি প্রক্টরিয়াল টিমের সদস্যরা আছেন। আমরা সকলের সহযোগিতা চাচ্ছি। ক্যাম্পাসে এ ধরনের ঘটনা দুঃখজনক।’ এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ঠিক রেখে অন্যান্য কার্যক্রম করার অনুরোধ করেন।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ