চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি: ভোলার চরফ্যাসন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও জামিয়াতুল মোর্দারেছিন চরফ্যাসন উপজেলা শাখার সাধারন সম্পাদক কামরুজ্জামানের বাবা আলহাজ্ব মাওলানা মোঃ মজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত সাড়ে ৮ টায় চরফ্যাসন প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব মিলনায়াতন কক্ষে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
চরফ্যাসন প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজনের সভাপতিত্বে আয়োজিত দোয়া মোনাজাত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সাধারন সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কামরুজ্জামান প্রমুখ।
এছাড়াও প্রেসক্লাবের সদস্য পৌর মেয়র মোঃ মোরশেদ,প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক মিজানুর রহমান, সহ-সভাপতি আমির হোসেন, আবু সিদ্দিক, যুগ্ম সাধারন সম্পাদক জামাল মোল্লা, নোমান সিকদারসহ প্রেসক্লাবের সকল সদস্যরা উপস্থিত ছিলেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন, ঈদগাঁহ জামে মসজিদের ইমাম মাওলানা মনিরুল ইসলাম শরীফ।
উল্যেখ, সাংবাদিক কামরুজ্জামানের পিতা মাওলানা মজিবুর রহমান অসুস্থ’জনিত কারনে দীর্ঘদিন যাবত চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার তিনি মৃত্যু বরন করেন।
ভোলা/ইবিটাইমস