ভিয়েনা ০৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

লালমোহনে পূজা উপলক্ষে ২২টি মন্দিরে সিসি ক্যামেরার উদ্বোধন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:২২:১০ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২
  • ২০ সময় দেখুন

জাহিদ দুলাল, লালমোহন (ভোলা) প্রতিনিধি: সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার। শারদীয় দুর্গাপূজা মন্ডপে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ভোলার লালমোহনের ২২ টি পূজা মন্ডপে সিসি ক্যামেরা উদ্বোধন করা হয়েছে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমোহন উপজেলা শাখার আয়োজনে শনিবার দুপুরে এ উপলক্ষে শ্রী শ্রী মদনমোহন আখড়া বাড়ি জিউ মন্দেরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মনোরঞ্জন চন্দ জয় হিন্দ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যার গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা, অতিরিক্ত পুলিশ সুপার জাহিরুল ইসলাম হাওলাদার প্রমূখ।

আলোচনায় প্রধান অতিথি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনের দেশ বাংলাদেশ। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশে সকল ধর্মের মানুষে শান্তিপূর্ণভাবে বসবাস করছে। বাংলাদেশের ১৯৭২ সালের সংবিধানে মানুষের স্বাধীনতার কথা, বিশ^াসের স্বাধীনতার কথা, মানুষের অধিকারের কথা এবং সকল ধর্মের সমান অধিকারের কথা স্পষ্ট ভাবে উল্লেখ করা আছে।

এমপি শাওন আরো বলেন, ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার মাধ্যমে দেশকে অস্থিতিশীল  করার চক্রান্ত করছে ৭১ এর পরাজিত শক্তি। যারা দেশে ধর্মীয় বিভেদ উস্কে দিতে চাচ্ছে এবং বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে তাদের ব্যাপারে সকলের চোখ কান খোলা রেখে সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধভাবে তাদের মোকাবেলা করতে হবে। আলোচনা সভা শেষে সিসি ক্যামেরার উদ্বোধন করেন এমপি শাওন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার জেলা পরিষদ সদস্য আনোয়ারুল ইসলাম রিপন, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদলসহ সনাতন ধর্মালম্বীদের পূজা কমিটির নেতাকর্মীবৃন্দ। 

ভোলা/ইবিটাইমস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে পূজা উপলক্ষে ২২টি মন্দিরে সিসি ক্যামেরার উদ্বোধন

আপডেটের সময় ০৮:২২:১০ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২

জাহিদ দুলাল, লালমোহন (ভোলা) প্রতিনিধি: সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার। শারদীয় দুর্গাপূজা মন্ডপে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ভোলার লালমোহনের ২২ টি পূজা মন্ডপে সিসি ক্যামেরা উদ্বোধন করা হয়েছে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমোহন উপজেলা শাখার আয়োজনে শনিবার দুপুরে এ উপলক্ষে শ্রী শ্রী মদনমোহন আখড়া বাড়ি জিউ মন্দেরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মনোরঞ্জন চন্দ জয় হিন্দ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যার গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা, অতিরিক্ত পুলিশ সুপার জাহিরুল ইসলাম হাওলাদার প্রমূখ।

আলোচনায় প্রধান অতিথি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনের দেশ বাংলাদেশ। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশে সকল ধর্মের মানুষে শান্তিপূর্ণভাবে বসবাস করছে। বাংলাদেশের ১৯৭২ সালের সংবিধানে মানুষের স্বাধীনতার কথা, বিশ^াসের স্বাধীনতার কথা, মানুষের অধিকারের কথা এবং সকল ধর্মের সমান অধিকারের কথা স্পষ্ট ভাবে উল্লেখ করা আছে।

এমপি শাওন আরো বলেন, ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার মাধ্যমে দেশকে অস্থিতিশীল  করার চক্রান্ত করছে ৭১ এর পরাজিত শক্তি। যারা দেশে ধর্মীয় বিভেদ উস্কে দিতে চাচ্ছে এবং বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে তাদের ব্যাপারে সকলের চোখ কান খোলা রেখে সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধভাবে তাদের মোকাবেলা করতে হবে। আলোচনা সভা শেষে সিসি ক্যামেরার উদ্বোধন করেন এমপি শাওন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার জেলা পরিষদ সদস্য আনোয়ারুল ইসলাম রিপন, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদলসহ সনাতন ধর্মালম্বীদের পূজা কমিটির নেতাকর্মীবৃন্দ। 

ভোলা/ইবিটাইমস