ভোলা প্রতিনিধিঃ ভোলার মেঘনা নদীতে যাত্রীবাহি লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে কামাল জমাদ্দার (৪০) নামে এক জেলে নিখোঁজের ১০ ঘন্টার পরে আরেক জেলের কারেন্ট জালে উঠেছে মরদেহটি। ঘটনাস্থল থেকে প্রায় ৫ গজ দূরে তাঁর এ মরদেহটি পাওয়া যায়। স্থানীয় একজন জেলের কারেন্ট জালে তাঁর মরদেহটি পেঁচানো অবস্থায় উদ্ধার করা হয়।
শনিবার (১ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উদ্ধার হয়েছে এ তথ্য নিশ্চিত করেছেন ইলিশা নৌ-থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল করিম।
তিনি জানান, এ ঘটনায় নিহতের পরিবারের কোনো অভিযোগ নেই। তাঁরা লাশ নিয়ে যেতে চাচ্ছে। আমাদের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রসঙ্গত, শনিবার ভোরে জেলার সদর উপজেলা রাজাপুর ইউনিয়নের বাকের মৃধা মাছ ঘাট সংলগ্ন মেঘনা নদীতে জাল ফেলে কামাল ও ইউছুফ ঘুমিয়ে পড়েছিলেন। এসময় একটি যাত্রীবাহি লঞ্চ তাদের নৌকাটিকে ধাক্কা দেয়। মুহুর্তের মধ্যে নৌকাসহ তাঁরা দু’জন নদীতে ডুবে যায়। ঘটনার পর অন্যান্য জেলেরা ইউছুফকে আহত অবস্থায় উদ্ধার করলেও নিখোঁজ ছিলেন কামাল জমাদার ।
তাকে উদ্ধারে ভোলা ফায়ার সার্ভিস, ইলিশা নৌ-পুলিশ ও কোষ্টগার্ড উদ্ধার অভিযান চালিয়েছিল। দুপুর আড়াইটার দিকে উদ্ধার অভিযানে অংশ নেয়া দলগুলো স্থানীয়দের কাছ থেকে কামালের মরদেহ পাওয়ার বিষয়টি জানতে পারেন।পরে কোস্ট গার্ডের উদ্ধার কর্মীরা পুলিশের কাছে লাশ হস্তান্তর করে।
মনজুর রহমান/ইবিটাইমস