আগামীকাল লালমোহন আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী

জাহিদ দুলাল, লালমোহন  (ভোলা) প্রতিনিধি: আগামীকাল শুক্রবার ভোলার লালমোহনে আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাস্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে  শেখ হাসিনা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্টিত হবে শুক্রবার বিকালে লালমোহন সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক মাঠে। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাস্ট্রমন্ত্রী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন। খেলা উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ নূরুন্নবী চৌধুরী শাওন। শুক্রবার দুপুরে ঢাকা থেকে হেলিকপ্টারে লালমোহন আসার কথা রয়েছে স্বরাস্ট্রমন্ত্রীর।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি কে বরণ করার জন্য দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

উল্লেখ্য গত ২ সেপ্টেম্বর ২০২২ ইং শেখ হাসিনা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনেক সম্পাদক এডভোকেট আফজাল হোসেন। ফাইনাল খেলায় অংশগ্রহণ করবেন ধলীগৌর নগর ইউনিয়ন একাদশ ও কালমা ইউনিয়ন একাদশ।

ভোলা/ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »