ভিয়েনা ০৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

লালমোহনে আশ্রয়ণের ঘর পরিদর্শনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৪৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২
  • ২৩ সময় দেখুন

জাহিদ দুলাল, লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহনে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য নির্মিত আশ্রয়ণের ঘর পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-৭ মীর তায়েফা সিদ্দিকা।

সোমবার বিকালে উপজেলার বিভিন্নস্থানে নির্মিত এসব আশ্রয়ণের ঘর পরিদর্শন করেন তিনি।

এসময় পরিচালক মীর তায়েফা সিদ্দিকা উপকারভোগী অসহায় পরিবারের সঙ্গে কথা বলেন। উপকারভোগীরা প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন উর্ধ্বতন কর্মকর্তাকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা পরিচালকের সঙ্গে তাদের বিভিন্ন সমস্যা নিয়েও কথা বলেন।

এসময় লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব কুমার হাজরা, উপজেলা প্রকৌশলী রাজিব সাহা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ, লর্ডহার্ডিঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিয়াসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
জানা যায়, মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় লালমোহন উপজেলার বিভিন্নস্থানে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য প্রধানমন্ত্রীর উপহারের  মোট সাড়ে পাঁচশত সেমিপাকা ঘর নির্মাণ করা হয়েছে। ইতোমধ্যে সেসব ঘরে বাস করতে শুরু করেছেন অসহায় পরিবারগুলো।

ভোলা/ইবিটাইমস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে আশ্রয়ণের ঘর পরিদর্শনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক

আপডেটের সময় ০৭:৪৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২

জাহিদ দুলাল, লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহনে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য নির্মিত আশ্রয়ণের ঘর পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-৭ মীর তায়েফা সিদ্দিকা।

সোমবার বিকালে উপজেলার বিভিন্নস্থানে নির্মিত এসব আশ্রয়ণের ঘর পরিদর্শন করেন তিনি।

এসময় পরিচালক মীর তায়েফা সিদ্দিকা উপকারভোগী অসহায় পরিবারের সঙ্গে কথা বলেন। উপকারভোগীরা প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন উর্ধ্বতন কর্মকর্তাকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা পরিচালকের সঙ্গে তাদের বিভিন্ন সমস্যা নিয়েও কথা বলেন।

এসময় লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব কুমার হাজরা, উপজেলা প্রকৌশলী রাজিব সাহা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ, লর্ডহার্ডিঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিয়াসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
জানা যায়, মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় লালমোহন উপজেলার বিভিন্নস্থানে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য প্রধানমন্ত্রীর উপহারের  মোট সাড়ে পাঁচশত সেমিপাকা ঘর নির্মাণ করা হয়েছে। ইতোমধ্যে সেসব ঘরে বাস করতে শুরু করেছেন অসহায় পরিবারগুলো।

ভোলা/ইবিটাইমস