আন্তর্জাতিক ডেস্ক: নতুন সরকার গঠনে এবারের নির্বাচনে ভোট দেবেন ইতালির সাড়ে ৪ কোটিরও বেশি ভোটার। তবে নির্বাচনকে ঘিরে নানা কারণে শঙ্কিত দেশটিতে বসবাসরত ২ লাখ ২০ হাজারেরও বেশি প্রবাসী বাংলাদেশি।
অনেক কারণেই ইতালির এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সবশেষ জনমত জরিপে অভিবাসনবিরোধী ‘ব্রাদারস অব ইতালি বা ফাতিল্লি দি ইতালি’ নেতা জর্জিয়া মেলোনির এগিয়ে থাকা ও তাদের জোট সরকার গঠনের গঠনের সম্ভাবনা তৈরি হওয়ায় বেশ সতর্ক অবস্থায় দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।
আসন্ন নির্বাচনে ‘ব্রাদারস অব ইতালি’ জয়ী হলে, জর্জিয়া মেলোনি হবেন ইতালির ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী।
ডেস্ক/ইবিটাইমস/এমএইচ