আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) কমিশন হাঙ্গেরির ৭৫০ কোটি ইউরোর সহায়তা তহবিল বাতিল করতে চায়। দুর্নীতির অভিযোগ ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতের বিষয়ে উদ্বেগ থাকায় এই প্রস্তাব রেখেছে তারা।
ইইউ এবং বুদাপেস্টের মধ্যে দীর্ঘদিন ধরে চলা অস্থিরতার প্রেক্ষিতে ইইউ কমিশনের পক্ষ থেকে এবার কঠোর পদক্ষেপের প্রস্তাব করা হয়েছে। ইইউর বাজেট কমিশনার ইউহানেস হান বলেন, ৭৫০ কোটি ইউরোর সহায়তা তহবিল বাতিলের সুপারিশ করেছে কমিশন।
ইইউ কমিশন এ বিপুল পরিমাণ সহায়তা তহবিল বাতিলের কারণ হিসেবে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান সরকারের বিরুদ্ধে আইনের শাসনের লঙ্ঘন এবং দুর্নীতির অভিযোগ তুলেছে। হান বলেন, ‘আজকের সিদ্ধান্ত ইইউর বাজেটের সুরক্ষা এবং এই লক্ষ্য বাস্তবায়নে কমিশনের চেষ্টার একটি অংশ।’
ইইউর অধিকাংশ সদস্য প্রস্তাবে রাজি হলে তা হাঙ্গেরির অর্থনীতি ও দেশটির অবকাঠামোকে ইউরোপীয় মানের করে গড়ে তোলার যে চেষ্টা তা ব্যাহত হবে। আর হাঙ্গেরির গণতন্ত্র ও দুর্নীতির বিষয়ে ইইউর যে উদ্বেগ তা দূর করতে ১৯ নভেম্বর পর্যন্ত সময় পাবে দেশটি।
গত জুলাই মাসে কমিশনের এক প্রতিবেদনে বলা হয়, ইউরোপের দেশ হাঙ্গেরিতে এমন এক পরিবেশ তৈরি হয়েছে যেখানে বিশেষ কিছু গোষ্ঠীকে সুবিধা প্রদান করা এবং প্রশাসনে স্বজনপ্রীতির মতো ঘটনার ঝুঁকি তৈরি হয়েছে।
এরই প্রেক্ষিতে রোববার দেশটির সহায়তা বাজেট বাতিল করার প্রস্তাব করে কমিশন। ইউরোপের কোনো দেশ গণতন্ত্রের ন্যূনতম মানদণ্ড নিশ্চিত করতে না পারলে দেশটির বাজেট সহায়তা বাতিল হবে, দুই বছর আগে এমন সিদ্ধান্ত নেয় কমিশন।
তবে বুদাপেস্টের দাবি, অবস্থার পরিবর্তনে কাজ করছে তারা। বেশ কয়েকটি দুর্নীতি বিরোধী আইন প্রণয়নের মাধ্যমে ব্রাসেলসের সাথে চলতি অচলবস্থা কাটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা।
ডেস্ক/ইবিটাইমস/এমএইচ