চরফ্যাসন (ভোলা) প্রতিনিধিঃ যুবও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন, ‘শ্রমিকরা বাংলাদেশের অর্থনীতি সচল রেখেছে। দেশে অভূতপূর্ব উন্নয়ন হওয়ায় আজ শ্রমিকদের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। শ্রমিক বাঁচলে দেশ বাঁচবে।’
সোমবার বিকেলে চরফ্যাসন ব্রজগোপাল টাউনহলে চরফ্যাসন উপজেলা শ্রমিকলীগের বর্ধিত সভায় এমপি জ্যাকব এসব কথা বলেন।
উপজেলা শ্রমিক লীগের সভাপতি শাহজাহান মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, পৌর মেয়র মোঃ মোরশেদ।
সভায় উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন কুতুব, সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিল মফিজুল ইসলাম মফিজ, হোন্ডা শ্রমিকলীগের সভাপতি নিরব ফকির, নির্মাণ শ্রমিকলীগের সভাপতি মালেক রাজ সহ বিভিন্ন ইউনিয়নের শ্রমিক লীগের সভাপতি ও সম্পাদকগন বক্তৃতা করেন।
ভোলা /ইবিটাইমস